আপনার ঘরকে আধুনিক ও সুশৃঙ্খল করতে কীভাবে সোফা নির্বাচন করবেন

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আপনার ঘরকে আধুনিক ও সুশৃংখল করতে কিভাবে সোফা নির্বাচন করবেন এ বিষয় সম্পর্কে চিন্তা করছেন? তবে হতে চলেছে আমাদের এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ে কিভাবে সেরা সোফা সেট নির্বাচন করবেন এবং কোন জায়গা থেকে সোফা সেট ক্রয় করলে আপনি নিশ্চিত ভালো কোয়ালিটি পাবেন তা জানতে পারবেন।
how-to-choose-a-sofa-to-make-your-home-modern-and-tidy
তাই চলুন বন্ধুরা এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে আপনার ঘরকে আধুনিক ও সুশৃংখল করতে কিভাবে সোফা নির্বাচন করবেন তা জেনে আসি। আশা করি এই পোস্টটি পড়ে আপনি সোফা সেট ক্রয় করতে অনেক উপকারে আসবে। 
পোস্ট সূচিপত্রঃ
মেটাঃ সোফা সেট বাছাই করতে সোফার ডিজাইন নিজের লাইফস্টাইলের সাথে মেলানোর পাশাপাশি সোফার ওরিয়েন্টেশন, সাইজ, রঙ, উপকরণ এসবকিছু নিজের জন্য সুবিধাজনক হচ্ছে কিনা দেখতে হবে।

আপনার ঘরকে আধুনিক ও সুশৃঙ্খল করতে কীভাবে সোফা নির্বাচন করবেন

শুনে কিছুটা অবাক লাগবে যে সোফার ডিজাইন বসার ঘরের পুরো চেহারা সুন্দর করতেও পারে, আবার নষ্ট করে দিতে পারে। কারণ ঘরের স্টাইল, সাজসজ্জা ও অন্যান্য ফার্নিচারের সাথে সোফার কম্বিনেশন থাকে। সঠিক থিমের উপর ভিত্তি করে সোফা বেছে নেওয়া হলে লিভিং রুম বাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই কাজ সহজ করতে চলুন জেনে নিই কিভাবে ঘরকে আধুনিক ও গোছালো করতে পারফেক্ট সোফা কিনবেন।

কিভাবে সেরা সোফা সেট নির্বাচন করবেন?

সোফা কিনতে কখনোই অন্যের মতামতের উপর ভরসা করা উচিৎ না। কারণ আপনার বাসার থিম ও আপনার চাহিদা সম্পর্কে শুধু আপনিই জানেন। তাই হাতিল-এর মত কোম্পানির ওয়েবসাইট থেকে সোফার ডিজাইন ছবি এসব দেখে আগে থেকে বুঝে নিতে হবে কোন ধরনের সোফা আপনার লিভিং রুমের ভাবগাম্ভীর্য ধরে রাখবে।এছাড়া নিজের লাইফস্টাইলের সাথে মিলিয়ে, ওরিয়েন্টেশন দেখে, রুমের সাইজ মেপে এবং রঙসহ অন্যান্য আনুসঙ্গিক তুলনা করে সোফা সেট বাছাই করতে হবে।

১. লাইফস্টাইলের সাথে মিলিয়ে নিন

ক্যাটালগে বিভিন্ন সোফার ডিজাইন দেখার আগে সোফা থেকে আপনার কী প্রয়োজন হতে পারে ভাবতে কিছুক্ষণ সময় নিন। যেমনঃ বড় পরিবার থাকলে বেশি মানুষ বসতে বড় থ্রি সীটার অথবা এল শেপের সোফা লাগবে। আবার আপনার যদি পোষা প্রাণী বা বাচ্চা থাকে তবে স্ক্র‌্যাচ হবেনা এরকম ফ্যাব্রিক বেছে নেওয়া ভাল হবে। আর বেশি আরামপ্রিয় মানুষেদের জন্য ডিভান টাইপের সোফা বেস্ট হবে।

২. সোফা ওরিয়েন্টেশন নির্ধারণ করুন

দেয়ালের বিপরীতে সোফা সেট করবেন নাকি ঘরের একেবারে মাঝে সেট করবেন সেটা ভাবতে হবে। বিভিন্ন পজিশনের জন্য বিভিন্নরকম ফ্যাসিলিটির সোফা তৈরি হয়। এল শেপ সোফা কিছুটা কর্ণারে রাখলে ভাল লাগে, আবার উডেন সোফা ঠিক মাঝামাঝি রাখলে ভাল লাগে। মডুলার সোফাগুলি ঘরের যেকোনো জায়গাতেই রাখা যায়। তাই ডিজাইন সিলেক্ট করার আগে থেকেই সেই জায়গা ঠিক করে নিতে হবে।

৩. সোফা রাখার স্থান মেপে দেখুন

নিশ্চিত হয়ে নিন যে আপনার রুমের দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ কোন সাইজের সোফা রাখার উপযোগী। মিজারিং টেপের মাধ্যমে মেপে দেখে ফার্নিচার ওয়েবসাইটের ডেসক্রিপশনের সাথে মিলিয়ে দেখলে ভুল সোফা কেনার হাত থেকে পরিত্রাণ পাবেন। খুব ছোট বাসার জন্য স্টোরেজ, অটোম্যান ও সিংগল সোফা পাওয়া যায়।

৪. সোফার উপকরণ নির্বাচন করুন

বাচ্চা ও পোষাপ্রাণী থাকলে যেমন ফ্যাব্রিক সোফা কেনা যাবেনা, সেভাবেই এলার্জিজনিত সমস্যা থাকলে লেদারের সোফা নেওয়া যাবেনা। এমন সোফা নিতে হবে যা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে, আবার পরিষ্কার করতেও কম সময় লাগবে। আধুনিক সোফাগুলোতে এমন সব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে যে সহজেই সরানো ও পরিষ্কার করা যায়।

৫. আপনার স্থানের সাথে মানায় এমন একটি রঙ বেছে নিন

এবারে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে, তা হলো আপনার সোফার রঙ! আপনি বিশেষ কিছু কালার প্যালেট পছন্দ করতে পারেন, কিন্তু সেটা আপনার ঘরের পার্সোনালিটির সাথে ফিট করছে কিনা দেখতে হবে। বসার ঘরের পুরো সজ্জা যদি আধুনিক করা হয়, তাহলে এমন একটি সোফা নির্বাচন করুন, যা বাড়ির দেয়াল বা অন্য ফার্নিচার সাথে খুব সুন্দর মানিয়ে যাবে।

বেশিরভাগ ক্রেতা সোফা কিনতে কেমন ঝামেলার সম্মুখীন হয়?

সবার চিন্তাভাবনা কখনোই একইরকম হবেনা। তাই সোফা কেনার সময় কেউ লাইফে স্টাইল ডিমান্ড বুঝতে বা কেউ ভাল কুশন আছে কিনা বুঝতে মিস করে যায়। আবার কেউ তো আর্ম কতটুকু না দেখেই সোফা কিনে, পরে হাত রাখার জায়গা হয়না। কিন্তু এসব বিষয় মাথায় রাখলে সোফা কেনার পর এর সম্পূর্ণ উপযোগীতা পাওয়া যাবে।

বাড়ির স্টাইলের সাথে ম্যাচ করাঃ সোফার পাশের চেয়ার ডিজাইন, সেন্টার টেবিল এবং টিভি কেবিনেট সবকিছুরই বিশেষ বৈশিষ্ট্য থাকে। কিন্তু ক্রেতারা সোফা কেনার সময় এগুলোর কথা ভাবেনা। তাই পরে সোফা কেনার পর স্টাইল মিলে না, কেমন যেন খাপছাড়া লাগে। অথচ একটু কষ্ট করলে রঙ ও পিরিয়ডের উপর ভিত্তি করে বিভিন্ন স্টাইলের কম্বিনেশন সেট করা যায়।

আর্ম স্টাইল সম্পর্কে না জানাঃ প্রায়সময়ই সোফার আর্ম স্টাইল ও পজিশন ক্রেতাদের বিবেচনার বাইরে থাকে। বিশেষ করে অনলাইনে সোফা কেনার আগে কেউই ভেবে দেখেনা সোফাতে বসার জায়গা থাকলেও আরামে হাত রাখার জায়গা আছে কিনা। কিন্তু বিষয়টা খেয়াল রাখলে এতে করে সঠিক ভাবে হাত রেখে বসা যাবে।

সোফার সাথে ভাল কুশন না থাকাঃ সোফা কিনলেন, কিন্তু বসে বসে মজা পাচ্ছেন না, এর কারণ সোফার সাথে ভাল কুশন নেই। আসলে সোফার কুশন বিভিন্ন আকার এবং ভিন্নতায় আসে। তাই আরামদায়ক ফেব্রিকের সোফাতে আরামদায়ক কুশন আছে কিনা সেটাও দেখতে হবে। অনেক ক্রেতা ডিজাইনে মুগ্ধ হয়ে এই বিষয়গুলি মিস করে যায়।

এরপর থাকে বাজেট যা সম্পূর্ণ ব্যাক্তিগত বিষয়। আগে শুধুমাত্র বড় বাজেটে ভাল সোফা পাওয়া গেলেও এখন আধুনিক ফার্নিচার নির্মাতারা কম বাজেটেও একই প্রিমিয়াম ম্যাটেরিয়েলের ছোট ছোট সোফা তৈরি করে। কারণ ছোট ফ্যামিলিতে ছোট সোফার জনপ্রিয়তা বেশি। চলুন জেনে নিই কিভাবে এসব সোফা কেনার বাজেট করবেন।

কিভাবে সোফা কেনার বাজেট করবেন?

অস্বীকার করার উপায় নেই যে লিভিং রুমের সকল আইটেম কিনতে একটা বড় খরচ হয়। কিন্তু অপ্রয়োজনীয় কিছু বাদ দিয়ে শুধু সোফা, টিভি কেবিনেট, সেন্টার টেবিল আর কর্ণার শেলফ কিনলে কিছু টাকা বেঁচে যাবে। এই টাকা দিয়ে আপনি সোফার কোয়ালিটি বাড়াতে পারবেন। বর্তমানে বাজারে ১০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকারও সোফা পাওয়া যায়। সাইজের দিক থেকে বাজেট কমাতে হলে আপনার বাসার সকল সদস্য বসার সংকুলান হবে এরকম সোফা নিলেই হবে।

শেষ কথা।

সবকিছুর শেষ কথা হলো ঘরের গাম্ভীর্য ও আকারের উপর নির্ভর করে সেই অনুযায়ী সোফা সেট বেছে নিতে হবে। ছোট লিভিং রুমে খুব বেশি বড় সোফা দিয়ে জায়গা ব্লক না করে সুন্দর একটা ছোট সোফা নিলে দেখতেও আরাম, চলাফেরা করেও আরাম।

আর বড় লিভিং রুমে সোফার সাথে আনুসংগিক জিনিসপাতি নিলে পারফেক্টলি রুমের ডিজাইন ফুটে উঠবে। এই গাইড মেনে ফার্নিচার শপে গেলে অনেক অপশনের মধ্য থেকে কম সময়ে পারফেক্ট সোফা ফিল্টার করতেও সুবিধা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url