সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ [সর্বশেষ আপডেট] জেনে নিন
বর্তমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে 2024 সর্বশেষ আপডেট নিয়ে
আপনাদের সামনে আজকের আর্টিকেলে করতে চলেছি।বর্তমানে বাংলাদেশ সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ এর
নতুন নিয়মে ৫ থেকে ৭ লক্ষ টাকা এবং ভিজিট ভিসায় ১ লক্ষ থেকে দুই লক্ষ টাকা লাগতে পারে। এছাড়াও সিঙ্গাপুর যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা জানতে পারবেন।
তাই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে বর্তমানে বাংলাদেশ সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে 2024 এবং সেই
সাথে সিংগাপুর টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কত টাকা
সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কি কি ডকুমেন্টস লাগে তা জেনে নিব।
পোস্ট সূচিপত্রঃবর্তমানে বাংলাদেশ সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ সর্বশেষ আপডেট
সূচনা।সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ [সর্বশেষ আপডেট]
বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ ও বাংলাদেশ
সিঙ্গাপুর ভিসা এজেন্ট লিস্ট ও সিঙ্গাপুর ভিসা প্রসেসিং তথ্য আজকের আর্টিকেলে সহজ
ভাবে বর্ণনা বর্ণিত করা হয়েছে।তাই আপনি যদি সিঙ্গাপুর যেতে ইচ্ছুক হয়ে থাকেন
তাহলে এই তথ্যগুলো আপনার জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে।
বর্তমানে সিঙ্গাপুর যাওয়ার জন্য সিঙ্গাপুর টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম
সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কত টাকা এবং সিঙ্গাপুর টুরিস্ট ভিসায় কি কি ডকুমেন্টস
লাগে এ বিষয়গুলো সম্পর্কে রাখতে হবে।তাই আপনারা যদি আজকের পর্বটি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ ও বাংলাদেশ
সিঙ্গাপুর ভিসা এজেন্টের লিস্ট গুলো জানতে পারবেন।
সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪
সিঙ্গাপুর যেতে অনেকের স্বপ্ন দেখেন সিঙ্গাপুর এমন একটি রাষ্ট্র যেখানে যাওয়ার
জন্য অনেকেরই স্বপ্ন। সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ সেই সম্পর্কে আজকে আমরা
আপনাদের সাথে আলোচনা করব। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়া ছোট একটি দ্বীপ রাষ্ট্র
দেশ হিসেবে ছোট হলে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক একটি
রাষ্ট্র।
উন্নত এই রাষ্ট্রের রয়েছে উচ্চ জীবনযাপনের মান স্বাস্থ্য সেবা এবং শিক্ষা
ব্যবস্থা এবং পরিছন্নতা। সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে সেটা নির্ভর করবে সম্পূর্ণ
আপনার ভিসা ক্যাটাগরির উপর আপনি কোন ভিসা ক্যাটাগরির উপর সিঙ্গাপুরে যাচ্ছেন
সেটির উপরে কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার টাকার অংক নির্ভর করে।
বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে
গেলে ওয়ার্ক পারমিট ভিসা পড়াশোনার উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে স্টুডেন্ট ভিসা
এবং ভ্রমণের উদ্দেশ্যে গেলে ভিজিট ভিসা, ব্যবসা করার উদ্দেশ্যে গেলে বিজনেস ভিসা
এবং অন্যান্য কাজের জন্য গেলে অন্যান্য ভিসা নিয়ে যেতে পারেন।
এসব ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদ নির্ভর করে সিঙ্গাপুর ভিসা কত টাকা হবে সেটা
নির্ধারণ করতে আত্মীয়-স্বজন বাই এলাকার পরিচিত মানুষের মাধ্যমে গেলে খরচ অবশ্যই
কম পড়বে আর আপনি যদি এজেন্টের সহযোগিতা যান তাহলে খরচ একটু বেশি হয়।
- ভিসা ক্যাটাগরী: আনুমানিক ভিসা খরচ (টাকা)
- ওয়ার্ক পারমিট ভিসা : ৫ থেকে ৭ লক্ষ টাকা
- ভিজিট ভিসা : ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা
- স্টুডেন্ট ভিসা : ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা
আশা করি আপনারা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে চান তারা যে ক্যাটাগরির ওপর
সিঙ্গাপুরে যাবেন তাদের খবর রোজ এর মধ্যেই হয়ে যাবে।
সিঙ্গাপুর টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম
বর্তমান সময়ের সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা নিয়ে অনেকে যেতে আগ্রহী ঘুরার উদ্দেশ্যে
এখন আপনি যদি সিঙ্গাপুরের জন্য আবেদন করতে চান তাহলে সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা
আবেদন করার নিয়ম সম্পর্কে আমাদের আর্টিকেলটি মনোজিৎ সহকারে পড়ে জেনে নিন খুব
সহজে অনলাইনের মাধ্যমে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন।
- অনলাইন আবেদন : ICA ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে।
- ভিসা এজেন্ট এর মাধ্যমে : অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন করা যাবে।
- আবেদন ফি: আবেদন ফি ভিসার ধরন অনুসারে পরিবর্তিত হয়।
- প্রক্রিয়াকরণ সময় : আবেদন প্রক্রিয়াকরণ এর সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।
- ভিসার ধরন : টুরিস্ট ভিসা ৩৬৫০ টাকা (LOI ছাড়া) ৪৩০০ টাকা (LOI সহ)
- আবেদনকারী :
- বাংলাদেশী নাগরিকদের জন্য আবেদন ফি নির্ধারিত।
- অন্যান্য দেশের নাগরিকদের জন্য আবেদন ফি ভিন্ন হতে পারে।
- আবেদন পদ্ধতি :
- অনলাইনে আবেদন করলে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে।
- ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন করলে অতিরিক্ত খরচ হতে পারে।
- মোট খরচ :টুরিস্ট ভিসা ৩৬৫০ টাকা থেকে ৫৩০০ টাকা।
সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কত টাকা
পৃথিবীর অন্যতম একটি নিরাপদ রাষ্ট্র সিঙ্গাপুর কারণ এই দেশে অপরাধের প্রবণতা খুবই
কম। বহুজাতিক সংস্কৃতি এই দেশে বিভিন্ন জাতি ধর্ম এবং ভাষার মানুষ বসবাস করে। তবে
সিঙ্গাপুর বিশ্বের নিকট সবচেয়ে বেশ জনপ্রিয় পর্যটনদের জন্য।
প্রতিবছরই বহু মানুষ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা নিয়ে যায় ভ্রমণের
উদ্দেশ্যে।আপনি সিঙ্গাপুর ভিসা নিয়ে উন্নতি এই রাষ্ট্রে কাজের উদ্দেশ্যে
পড়াশোনার উদ্দেশ্যে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন খুব সহজে। চলুন জেনেছি
সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা কত টাকা সেই সম্পর্কে।
আরো পড়ুনঃ দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত ২০২৪
বর্তমান সময়ে সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা নিয়ে যদি যেতে চান তাহলে আপনার ভিসার
ক্যাটাগরির উপর নির্ভর করে সেখানকার যাওয়ার খরচ নির্ধারণ করা হবে আপনি যদি
এজেন্টের মাধ্যমে সিঙ্গাপুরে যান তাহলে খরচ একটু বেশি হবে এবং আপনি যদি সেখানে
কোন আত্মীয়-স্বজন থাকে পরিচিত মানুষ তার মাধ্যমে যান তাহলে খরচ আরো কমে যাবে।
বর্তমান সময়ের সিঙ্গাপুরের টুরিস্ট ভিসায় ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা খরচ হয়।
আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে চান তাহলে আপনারও এই খরচটি লাগবে এছাড়া
অন্যান্য খরচ আপনাকে আলাদাভাবে করতে হবে।
সিঙ্গাপুর টুরিস্ট ভিসা কি কি ডকুমেন্টস লাগে
নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে টুরিস্ট ভিসা আবেদন
করার সময় চলুন জেনে আসি সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে।
- এজ সেট (14A) ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে। (14A) ফর্ম ডাউনলোড করুন।
- সিঙ্গাপুরে পৌঁছানোর দিন থেকে ন্যূনতম ৬ মাস মেয়াদী পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট কমপক্ষে একটি ঢাকা পৃষ্ঠা থাকতে হবে।
- পাসপোর্ট থাকা ব্যক্তিগত তথ্য পৃষ্ঠার একটি ফটোকপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
- বিগত তিন মাসের মধ্যে সাদা পটভূমিতে ম্যাথ পেপারে তোলা দুই কপি রঙিন ছবি। মাথায় ক্যাপ এবং চোখে সানগ্লাস গ্রহণযোগ্য নয়।
- সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক একুশ বছর সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক কর্তৃক 'লেটার অফ ইন্ট্রোডাকশন' ফর্ম ইস্যু থাকতে হবে।
- ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নূন্যতম ১ লাখ টাকা থাকতে হবে এবং ব্যাংক সলভেসি সার্টিফিকেট।
- চাকরিজীবী হলে অফিস কর্তৃক ছুটির অনুমতি পত্র ছাত্রছাত্রী হলে আইডি কার্ডের কপি এবং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স কপি।
- কোম্পানির একটি খালি প্যাড এবং ভিজিটিং কার্ড।
- শিশুদের জন্য জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা স্কুল আইডি কার্ডের কপি।
- বিবাহিত হলে মেরিট সার্টিফিকেট দেখাতে হবে।
- ফিরতি বিমান টিকিট।
- হোটেল বুকিং এর তথ্য।
ব্যবসায়ী ভ্রমণকারীদের ভিসা পেতে সিঙ্গাপুর রেজিস্ট্রিকৃত কোম্পানি স্থানীয়
যোগাযোগ ঠিকানা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষর করা আমন্ত্রণ পত্র থাকতে
হবে। আর আমন্ত্রণ পত্রকারী যদি কোন ব্যক্তি হতো তবে আমন্ত্রণকারী কর্তৃকপ্রাপ্ত
আমন্ত্রণপ্রাপ্ত এবং তার আইডি কার্ডের কপি জমা দিতে হবে।
সিঙ্গাপুর ভিসা প্রসেসিং
সিঙ্গাপুরের একটি উন্নত দেশ যেখানে অনেক মানুষ যেতে চায় বিপর্যস্ত হওয়া এখানে
প্রচুর পরিমাণে ভ্রমণের জন্য মানুষ প্রতিবছরই আসে। সিঙ্গাপুর আয়তনে ছোট হলেও
সেখানে রয়েছে জনপ্রিয় বেশ কিছু ভ্রমণ স্থান ও স্থাপনা খুব সহজে পুরো সিঙ্গাপুর
ঘুরে বেড়ানো যায়। তাই পর্যটকদের কাছে সিঙ্গাপুর এক আকর্ষণের নাম।
রাজধানী ঢাকা সিঙ্গাপুর রোড কনসুলেট অফিস হতে সিঙ্গাপুরের ভিসা ইস্যু করা হয় তবে
সেখানে সরাসরি ভিসার জন্য আবেদন করা যায় না সিঙ্গাপুরের ভিসার জন্য আপনাকে
অবশ্যই অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেইসাথে সিঙ্গাপুরে
বসবাসকারী কারো কাছে থেকে আমন্ত্রণ পেতে হবে।
আরো পড়ুনঃ ইংল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪
তবে ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্ট ধারীদের জন্য সিঙ্গাপুর যেতে ভিসা লাগে
না। প্রচলিত আছে সম্পূর্ণ নতুন অর্থাৎ প্রেস-ফাসপোর্ট সিঙ্গাপুরে ভিসা পাওয়া
যায় না এই কথা শতভাগ ভিত্তি না থাকলেও ইতিপূর্বে আপনি অন্য কোন দেশ ভ্রমন করে
থাকলে কি ভিসায় কিভাবে সেই দেশ ভ্রমণ করেছেন তা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
সাধারণত ভিসা আবেদন জমা দেওয়ার ৫ থেকে ৭ কার্য দিবসের মধ্যে সিঙ্গাপুর ভিসার কাজ
শেষ হয় যদিও কোন কোন ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। সিঙ্গাপুরের ভিসার জন্য ৩০
সিঙ্গাপুর ডলার ভিসা ফি এবং সার্ভিস চার্জ জমা দিতে হয়।
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
বাংলাদেশের সিঙ্গাপুর ভিসা এজেন্টের লিস্ট নিচে তালিকা দেওয়া হল যারা সিঙ্গাপুরে
যেতে আগ্রহী ভিসা প্রসেসিং করতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেলটি যেখানে
বাংলাদেশের সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট এর তালিকা দেওয়া হয়েছে।
- Discovery tour and Logistic, Banani,Tel: 9821820,986334043
- Innova Service Ltd,Gulshan, Tel: 9893705, 9848618,9892596
- international travel Corporation, Gulshan, Tel: 988547980,9862788,9850940
- Lexus Tours & Travels, banglamotor, Tel: 8613184,8613126,963275052
- NovoAir Limited, Banani Tel: 55042385,hotline :01978443717
- Mass Travels and tours Ltd,Gulshan, Tel: 9881672 ext 211/212, MotiJheel tel: 9565380,9565381
- Saimon overseas,Gulshan Tel: 988227374, 9881408,988530708 ext124
- Regency Travels Ltd,Banani Tel:9821982, 9888270,9848057; Uttara Tel:01720961740
- Parkway hospitals singapore pte Ltd, Gulshan Tel: 9850422,01736000000
- Silkways cargo services Ltd,Gulshan Tel: 988821120 ext130,131
- victory travel Limited, motijheel Tel: 9550916,9556129, Banani Tel: 9820146,9820193,9820179
- Mediconsult Ktd,Gulshan Tel: 029892828,029840033
- Talon Corporation Ltd,Gulshan Tel: 9894028,9896909
- Union Tours & Travels Ltd, Gulshan Tel: 985456677,ext 429
শেষ কথা।সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ সর্বশেষ আপডেট
সম্মানিত পাঠক আজকের আর্টিকেলে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪ সে সম্পর্কে
বিস্তারিত তথ্য আপনাদের সামনে সঠিক তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি।আপনি যদি
সিঙ্গাপুর যাওয়ার জন্য মন স্থির করে থাকেন তাহলে আজকের এই তথ্যগুলো আপনার অনেক
উপকারে আসবে।
আরো পড়ুনঃ ইতালি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
আমাদের আজকের আলোচনা পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামত আমাদের
কমেন্ট বক্সে জানিয়ে দিন।আর হ্যাঁ আপনি যদি এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন
তাহলে এই তথ্যগুলো শেয়ার করতে পারেন আপনার নিকটস্থ বন্ধু আত্মীয়দের মাঝে।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url