ছাত্র জীবনে সময়ের মূল্য - আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য
ছাত্র জীবনে সময়ের মূল্য এবং আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য সম্পর্কে অনেকেই
অনুসন্ধান করে থাকেন।মানব জীবনের সময়ের গুরুত্ব ও সময়ের মূল্য কতটুকু তা হয়তো
অনেকেই উপলব্ধ করি না। আজকে জানবো ছাত্র জীবনে সময়ের মূল্য ও মানব জীবনের সময়ের
মূল্য অপরিসীম কেন।তাই আপনার ক্যারিয়ার গঠনে ও আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য
সম্পর্কে আজকের আলোচনা।
সেই সাথে থাকছে সময়ের মূল্য সম্পর্কে উক্তি, সময়ের মূল্য সম্পর্কে হাদিস,
মানুষের জীবনে সময়ের মূল্য, ইসলামে সময়ের মূল্য এবং সময় নিয়ে ভালোবাসার
উক্তি।তাই আজকের আলোচনা মনোযোগ সহকারে পড়ে ছাত্র জীবনের সময়ের মূল্য এবং আদর্শ
জীবন গঠনে সময়ের মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্র: ছাত্র জীবনে সময়ের মূল্য।আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য
ছাত্র জীবনে সময়ের মূল্য
বর্তমান সময়ে ছাত্র জীবনের সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে কিন্তু
ছাত্ররা হয়তো অনেকে অবগত নয়।আজকে আপনারা জানতে পারবেন সময়ের মূল্য সম্পর্কে
হাদিস। ছাত্র জীবন পেরিয়ে গেলে সেই জীবনের মূল্য সম্পর্কে অনেকে বুঝতে চায় আসলে
আপনারা হয়তো অনেকেই জানেন না যে ছাত্র জীবনে সময়টা কত গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
আপনি যদি ছাত্র জীবনকে অনেক বেশি মূল্যবান করেন তাহলে ভবিষ্যত আপনার জন্য অনেক
ভালো হবে এই জন্য আপনাকে সব সময় ছাত্র জীবনে সময়ের মূল্য দিতে হবে এছাড়াও
যেকোনো সময়ে জীবন পরিচালনার ক্ষেত্রে সময়কে মূল্যবান হিসাবে ধরতে হবে এবং
সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য উপলব্ধি করার চেষ্টা করুন সময় আল্লাহ
তায়ালার দেওয়া বড় নেয়ামত।
আরো পড়ুনঃ
এই নিয়ামত একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না সময় অতিবাহিত হচ্ছে সময় প্রবাহিত
হচ্ছে আপনার দৃষ্টান্ত হলো বড় বিক্রেতার মত বরফ বিক্রেতা মূলধন সারাক্ষণ নিঃশেষ
হচ্ছে। বরফের দোকানে গিয়ে আমরা সূরা আসরের হাকিকত বুঝে এসেছে আল্লাহতালা বলেছেন
সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানুষ যে কিভাবে ক্ষতির মধ্যে
রয়েছে।
আমি বরফের দোকানে গিয়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেয়েছি বড় ব্যবসায়ী মূলধন
সারাক্ষণ গলে গলে শেষ হতে থাকে কেউ কিছু কিনলেও সেই সময় না কিনলেও শেষ হয়। আর
যা বেচার আগেই গলে যায় তার বিনিময়ে কোন অর্থ আসে না। মানুষের জীবনে সম্পূর্ণ
বরফের মত প্রতি নিঃশ্বাসে একটি করে মুহূর্ত বিয়োগ হচ্ছে।
প্রতিমুহূর্তে আমাদের জীবন ছোট হচ্ছে মানুষ বলে বয়স বাড়ছে মাশাল্লাহ ৭০ বছর
হয়ে গেছে কিন্তু বাস্তব কথা হলো যার যত বয়স বাড়ছে তার তত হায়াত কমছে। তাহলে
আপনারা বুঝতে পারছেন আটটা মানুষের জীবনে সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ। একবার
যে সময়টা পেরিয়ে যাবে সেই সময়টা আর ফিরে আসবে না সেই সময় পাওয়ার জন্য অবশ্যই
সময়ের কাজ সময়েই করতে হবে।
সময়ের মূল্য সম্পর্কে হাদিস
সময়ের কাজ সময়ে করতে হয় যদি একবার সেই সময় পেরিয়ে যায় সেই সময় কিন্তু আর
পরবর্তীতে পাবেন না।সময়ের মূল্য সম্পর্কে হাদিস নিয়ে জানাবো জীবনে সময়ের গণনা
মাত্র সময়ের অপচয় করা হল জীবন অপচয় করা ইসলাম অন্য সব কিছুর মত অপচয় করতে
নিষেধ করেছেন যারা সময়ের মূল্য বুঝতে পেরে তা অপচয় করে।
তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম সতর্কতা বাণী দিয়েছে,' দুটি
নেয়ামত বা অনুগ্রহের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা ও অবসর। '
আরো পড়ুনঃ
সময় জীবনের অমূল্য সম্পদ রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সময়কে সম্পদে
রূপান্তর করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন," পাঁচ বিষয়কে ৫ বিষয়ের আগে মূল্য
দাও। মৃত্যুর আগের জীবনকে, অসুস্থতার আগের সুস্থতাকে, ব্যস্ততার আগের অবসরকে,
বর্ধক্যের আগের যৌবনকে, দরিদ্রতার আগের স্বচ্ছলতাকে।" (সহিহুল জামে, হাদিস :১০৭৭)
মানুষের জীবনে সময়ের মূল্য
মানুষের জীবনে সময়ের মূল্য অনেক গুরুত্বপূর্ণ তেমনি ছাত্র জীবনে সময়ের মূল্য মানুষ কিন্তু এই সময়ের মূল্য
সম্পর্কে বোঝেনা বা অনেকেই রয়েছে যারা সময়ের মূল্য দেয় না।ইতিমধ্যে আপনারা
জানতে পেরেছেন সময়ের মূল্য সম্পর্কে হাদিস। সময়ের কাজ সময় না করার ফলে কিন্তু
জীবনে অনেক পিছিয়ে যায় এবং জীবনে সফলতা আসে না।
একজন মানুষ যদি সময়ের মূল্য না দেয় তাহলে কিন্তু তার জীবনে সব সময় হতাশা এবং
বিফলতা থাকে যার কারণে আপনাকে সময়ের কাজ সময়ে দিতে হবে। বাংলাতে প্রবাদ বাক্য
আছে, সময়ের সোনার চেয়ে দামি।প্রবাদ বাক্যটি যদিও সময়কে সোনার সাথে তুলনা করা
হয়েছে।
আরো পড়ুনঃ
প্রকৃতি অর্থে সময়ের তুলনা করার মত পরিপক্ক কোন বস্তুই নেই। সময়ের গুরুত্ব
বোঝার জন্য দয়াময় প্রভু তার পাক কালামে সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
ফোনে সফলতা ও ব্যর্থতার কথা বলতে গিয়ে সূরা আসরের, 'শুরুতে সময়ের শপথ করেছেন।
'(সূরা আসর, আয়াড:১-৩)
এছাড়াও সূরা ফজরের শুরুতেই করেছেন (ঊষার শপথ) সময়ের শপথ। (সূরা ফাজর,আয়াত:০১)
সময় সম্পর্কে মানুষ আসলে বোঝেনা যার কারণে সময়ের মূল্য দিতে চাইনা যার কারণে
কিন্তু জীবন যুদ্ধে পিছিয়ে যায় তবে সময় জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে
বুঝতে হইলে আপনি যখন সময়গুলো ফেলে আসবেন এবং পরবর্তীতে সে সময় সম্পর্কে বুঝতে
চাইবেন জানতে চাইবেন তখনই তার মূল্যায়ন সম্পর্কেও বুঝবেন।
আরো পড়ুনঃ
মানব জীবন ও ইসলামী জীবনের দুই ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম সময়ের যথাযথ
মূল্যায়ন ও সদ্ব্যবহার করা হলে সে সময় সে সফলতা চাবিকাঠি বলা যায় বিপরীতে এর
অমূল্যায়ন করা হলে অথবা অসদ ব্যবহার করা হলে সেই সময় ব্যর্থতার প্রধান ও মূল
কারণ হিসেবে বিবেচিত হয়।
যেভাবে প্রকৃত সময় কে বরফের কাজে না লাগালে খানিক পরে তা বরফ থেকে পানি হয়ে
যায়। সেভাবে যথাযথ কোন কাজ সময়ে সম্পদের না করলেও সময়ও বরফের মত হঠাৎ করে শেষ
হয়ে যায়।
ইসলামে সময়ের মূল্য
ইসলামে সময়ের মূল্য সম্পর্কে হাদিস রয়েছে অনেক ইসলামী সময়ের মূল্যকে অত্যন্ত
গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। সময় আল্লাহ তায়ালার দান সময়ের সমষ্টি জীবন
মানব জীবনের সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি তাই সময়ের মূল্যায়ন করা অপরিহার্য
হিসেবে ধরা হয়।
আল্লাহ তাআলা বলেন,' মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয়
যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণের
সহায়তা করে।' (সূরা আছর আয়াত ১-৩)
সময়ের হিসাব আল্লাহতালা চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। কোরআনে বর্ণনা করেন,'
তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তাদের মঞ্জিল নির্দিষ্ট
করেছেন। যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো আল্লাহ এসব নিরর্থক
সৃষ্টি করেননি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এইসব নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।'
(সুরা ইউনুস, আয়াত:১০)
'আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যর দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের
নিয়ন্ত্রক এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল অবশেষে সেটি
শুষ্ক বক্র পুরানো খর্জুন শাখার আকার ধারণ করে। '( সুরা ইয়াসিন,আয়াত:৩৮-৩৯)
আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য
একজন মানুষ আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি ভাবে ছাত্র জীবনে সময়ের মূল্য গুরুত্ব অপরিসীম। আপনারা জানতে
পেরেছেন সময়ের মূল্য সম্পর্কে হাদিস।আপনি যদি সময়ের মূল্য না দেন তাহলে কিন্তু
আপনার আদর্শ জীবন গঠনে এটি ছাড়া কাজে আসবেনা। আদর্শ জীবন গঠন করতে হলে কিন্তু
সময়কে বুঝতে হবে সময়ের সঠিক মূল্যায়ন করা অপরিহার্য।
আরো পড়ুনঃ
মানুষের জীবনে সময় আসে আবার চলে যায় কিন্তু এই সময় অমূল্য সম্পদ সম্পর্কে
অনেকেই হয়তো বুঝতে চায় না। যা একবার বেরিয়ে যায় তা কিন্তু আর ফিরে আসে না
সময় জীবনে একবার কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ
মানুষকে অগণিত নিয়ামতের মধ্যে সময় সবচেয়ে দামি। তাই পবিত্র কুরআনের রাত দিন ও
চন্দ্র সূর্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এরশাদ করেন,' তিনি তোমাদের কল্যাণে সূর্য ও চাঁদ কে নিয়োজিত করেছেন যা অবিরাম
একই নিয়মের অনুসারী, তোমাদের কল্যাণে রাত ও দিনকে নিয়োজিত করেছেন। তিনি তোমাদের
দিয়েছেন তোমরা যা তার কাছে চেয়েছ, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তা নির্ণয়
করতে পারবেনা। মানুষ খুবই জালিম ও অকৃতজ্ঞ। '( সুরা ইব্রাহিম, আয়াত :৩৩-৩৪)
মানুষ যদি আদর্শ জীবন গঠন করতে চায় তাহলে কিন্তু সময় অনুযায়ী তারা আল্লাহ
তাআলার সকল আদেশ পালন করবে এবং সময় অনুযায়ী তার জীবন গঠন করার দিকে গুরুত্ব
দিবে। মানুষ সময়ের গুরুত্ব উপলব্ধি করে না কাজকর্মে নিষ্ক্রিয় ও অলস হয়ে পড়ে
সুস্থ ও অবসর সময়ে ব্যাপারে উদাসীন থাকে ফলে অসুস্থ বা ব্যস্ত হয়ে পড়লে তার
কাছে সময়ের প্রকৃত মূল্য উপলব্ধি হয়।
আরো পড়ুনঃ
হাদিসের ভাষ্যমতে খুবই অল্প সংখ্যক মানুষ এই দুই সময় সদ্ব্যবহার করতে পারে।ইবনে
আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) ইরশাদ করেছেন, 'দুটি নিয়ামত এমন রয়েছে যে
ব্যাপারে অধিকাংশ লোক প্রতারিত হয়। তা হলো সুস্থতা ও অবসর। '(বুখারী, হাদিস:
৬৪১২)
সময়ের মূল্য সম্পর্কে উক্তি
আজকে আপনাদের সাথে সময়ের মূল্য সম্পর্কে উক্তি নিয়ে আলোচনা করব আপনারা হয়তো
সময়ের মূল্য সম্পর্কে সঠিকভাবে না বুঝতে পারার কারণে সময়ের মূল্য দিতে পারেনি
যার ফলে এখন আপনারা বিফলতার মধ্যে রয়েছেন এবং জীবনকে সঠিকভাবে উপলব্ধ করতে
পারছেন না অনেক মনীষী এবং ইসলামেও রয়েছে সময়ের মূল্য নিয়ে অনেক কথা যা অনেকেই
হয়তো জানে না। চলুন কয়েকটি সময়ের মূল্য সম্পর্কে উক্তি জেনে আসি।
- আমরা যদি সময়ের যত্ন নিয়ে তবে সময় আমাদের জীবনের যত্ন নিবে। (মারিয়া এজগ্রোথ)
- অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই কারণ তা এখনো আসেনি চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। সংগৃহীত
- আগের নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে। (মেসন কোলেই)
- সময়ের সত্যিকার মূল্য দাও প্রতিদিন মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করোনা, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখোনা। (ফিলিপ স্ট্যানহোপ)
- আমার সময় নেই, হল 'আমি করতে চাই না 'কথাটা এইটুকু ঘুরিয়ে বলা। (লাও ঝু)
- তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামি। (থ্রিওফ্রেসটাস)
- যারা সময়ে ঠিক মতো ব্যবহার করতে পারেন না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে।(জিন ডে লা ব্রুয়ের)
ভবিষ্যতে যারা গতি হল প্রতি ঘন্টায় ৬০ মিনিট কেউ কারো আগে বা পরে যাবে না।
কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে কেউ খারাপ থাকবে সময়ের গতিকে যে যেভাবে
ব্যবহার করবে তার ভবিষ্যৎ কেমন হবে। সংগৃহীত
- সময় = জীবন। তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট কররা সময়কে কাজে লাগাও জীবন ও অর্থপূর্ণ হবে। (এ্যালান লাকেইন)
- সময় আসবে আবার চলে যাবে। কিন্তু যখন সে থাকবে তখন তার কাছে থেকে তুমি যা চাইবে তাই পাবে। সংগৃহীত
- সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। সংগৃহীত
- সময়ের অভাব ও কোন সমস্যা নেই আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার। (যিক জিগলার)
- অতীতের ভুল নিয়ে আফসোস করো না তা আর ফিরে আসবেনা তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতের কথা মনে করে আফসোস না করতে হয়। সংগৃহীত
সময় নিয়ে ভালোবাসার উক্তি
সময় নিয়ে আমাদের মনে নানা রকমের প্রশ্ন থাকে নানা রকমের চিন্তাভাবনা
থাকি।আপনারা ইতিমধ্যে জেনেছেন সময়ের মূল্য সম্পর্কে হাদিস কিন্তু সময়ের মূল্য
নিয়ে হয়তো অনেকে অবগত নয়। সময় নিয়ে ভালোবাসার উক্তি সম্পর্কে।
আরো পড়ুনঃ
আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা সময় নিয়ে ভালোবাসার উক্তি সম্পর্কে জানেন
না। তারা আজকে আমাদের আর্টিকেল থেকে জেনে নিন সময় নিয়ে ভালোবাসার
উক্তিগুলো।আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না কারণ সময়ই জীবন
তৈরি করে। ব্রুসলি
- অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। আবুল ফজল
- আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবা ঘন্টা গুলো আপনা থেকেই নিজের খেয়াল রাখছে। চেষ্টারফিল্ড
- বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। ডিকেন্স
- মানুষের কয়লা নাম্বার শত্রু হলো সময়।সঞ্জীব চট্টোপাধ্যায়
- সময় চলে যায় না আমরাই চলে যায়। অস্টিন ডবসন
- সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত। বেকেন বাওয়ার
- সময় সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নেই। রবীন্দ্রনাথ ঠাকুর
- তোমার সময় যত বছর তত বছর কি তুমি বেসেছিলে? সুইফট
জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে
সময় শেখায় জীবনের মূল্য দিতে। এপিজে আবুল কালাম
- সময় নেতা তৈরি করে, ঠিক সময়েই ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে। হুমায়ূন আহমেদ
- সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে। টমাস আলভা এডিসন
- আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যতকে রুপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। স্টিভ জবস
- নিজের চিন্তাকে স্মরণ করার জন্য পরিষ্কারভাবে চিন্তা করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ পরিষ্কার ভাবে চিন্তা করতে পারাটা সবচেয়ে বড় কথা। স্টিভ জবস
- আপনার শারীরিক অক্ষমতা নিয়ে কোন অভিযোগ করবে না বা কার তার কারণ খুঁজতে গিয়ে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না আপনার যা কিছু ভেতরে শক্তি থাকে তা দিয়ে অন্যকে সাহায্য করুন বা করার চেষ্টা করুন। স্টিফিং হকিং।
আশা করি আপনারা উপরোক্ত উক্তিগুলো থেকে সময়ের মূল্য সম্পর্কে বুঝতে পেরেছেন এবং
সময় আপনাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার সকলকে আল্লাহ তায়ালা সহিহ বুঝ
দান করুক আমিন।
শেষ কথা। ছাত্র জীবনে সময়ের মূল্য।আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য
প্রতিটি মানুষের জীবনে সময়ের মূল্য অনেক মূল্যবান।কিন্তু মানুষ তার এই সময়গুলো
অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে ফেলে যেগুলোর গুরুত্ব একটি সময় পর মানুষ উপলব্ধি করতে
পারে।তাই আমরা সকলে ছোটবেলায় পড়াশোনা করতে জেনেছি ছাত্র জীবনে ও মানব জীবনের
সময়ের মূল্য কতটুকু।কিন্তু কেন আমরা সময়ের মূল্য মূল্যায়ন করি না।
আরো পড়ুনঃ
এই নিয়ে আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি ছাত্র জীবনে সময়ের
মূল্য এবং আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য।আশা করছি আজকের
আলোচনা আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকৃত মনে হয়েছে।যদি এমনটি মনে হয় তাহলে
আজকের পর্বটি আপনার বন্ধু এবং পরিচিতজনদের সাথে শেয়ার করুন। এছাড়াও আর্টিকেল
সম্পর্কিত কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url