জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি - কিভাবে জীবনে একজন সফল মানুষ হওয়া যায়
প্রিয় পাঠক আপনি কি জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি এবং কিভাবে জীবনে একজন সফল
মানুষ হওয়া যায় এ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন?তাহলে আজকের আর্টিকেলটি আপনার
জন্য।এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনি জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি এবং কিভাবে
জীবনে একজন সফল মানুষ হওয়া যায় এ বিষয়ে সম্পর্কিত যাবতীয় সকল তথ্য জানতে
পারবেন।
একই সাথে আজকের আর্টিকেল থেকে জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি,
সফল হওয়ার উপায় উক্তি, মানুষের জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন তা জানতে
পারবেন।তাই এমন গুরুত্বপূর্ণ সকল টিপস সম্পর্কে জানতে আজকের পর্বটি মনোযোগ সহকারে
পড়ে জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি ও কিভাবে জীবনে একজন সফল মানুষ হওয়া যায়
চলুন তা জেনে নেই।
পোস্ট সূচিপত্র:জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি।কিভাবে জীবনে একজন সফল
মানুষ হওয়া যায়।
জীবনে সফল হওয়ার উপায় উক্তি
জীবনে সফল হওয়ার উপায় সম্পর্কে উক্তি নিয়ে ও জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি আপনারা কি জানেন যারা জীবনের সফল
হতে চায় তারা কিন্তু উপায় খুঁজে যে কিভাবে সফলতা অর্জন করা যায়।এটা নিয়ে
বিভিন্ন মনীষী বিভিন্ন রকমের সফলতার উক্তি বলে গিয়েছে চলুন জেনে আসি জীবনের সফল
হওয়ার উপায় উক্তি।
- সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। (উইনস্টন চার্চিল)
- রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্যে অনেক সময় নিয়ে আসে। (স্টিভ জবস)
- সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিয়েও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে। (ডেভিড ফ্রস্ট)
- একমাত্র জায়গা যেখানে কাজের আগে সাফল্য আসে অভিধানে। (ভিদাল স্যাসন)
- সাফল্য হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হোঁচট খাওয়া উদ্যোম্যের অভাব ছাড়াই। (উইনস্টন এস চার্চিল)
- একজন সফল যুদ্ধ হলে একজন সাধারন মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী।( ব্রুসলি)
- জীবনের সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস।( মার্ক টোয়েন)
- সাফল্য পরিমাপ করা হয় একজন ব্যক্তিজীবনের যে অবস্থানে পৌঁছেছে তার দ্বারা নয় বরং সে যে বাঁধা গুলো অতিক্রম করেছে। ( বুকার টি.ওয়াশিংটন)
- সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত। (হেনরি ডেভিড থেরো)
- আগামীকাল আমাদের উপলব্ধি একমাত্র সীমা হবে আমাদের আজকের সন্দেহ। (ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট)
- তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময়ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলে সফল হবে। (কিম গ্রাস্ট)
- আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া।( মার্গারেটা থ্যাচার)
- সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে। (আলবার্ট আইনস্টাইন)
- সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। (মাও সে তুং)
- সাফল্য হলো পরিপূর্ণতা কঠোর পরিশ্রম ব্যর্থতা থেকে শিক্ষা আনুগত্য এবং অধ্যবসায়ের ফলাফল। (কলিন পাওয়েল)
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি
কি জানেন জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি সফলতার সুখের চাবিকাঠি নয় সুখ হলো
সাফল্যের চাবিকাঠি আপনি যা করেছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন।
সফলতা হলো একটি গভীর ব্যক্তিগত এবং বিকাশিত ধারণা যা একজন ব্যক্তির মূল্যবোধ
আকাঙ্ক্ষা এবং পরিপূর্ণতা অনুভূতির প্রতিফলন করে।
সাফল্য একটি গন্তব্য নয় বরং আত্মা আবিষ্কার এবং অর্জনের একটি ক্রমাগত প্রক্রিয়া
যা ব্যক্তি থেকে ব্যক্তিতে ব্যাপকভাবে পরিবর্তিত হয় এটি একটি বিষয় গত এবং
বহুমুখী ধারণা যা সম্পদ বা অর্জনের নিছক সংগ্রহকে অতিক্রম করে। জীবনের সফল হবার
মূল মন্ত্র হলো যেকোনো কাজ করার জন্য সেটার জন্য আত্মবিশ্বাস ও পরিকল্পনা করতে
হবে।
সঠিক পরিকল্পনার কারণে একদিন সফল হতে পারবেন। একবার যখন কোন কাজ করার জন্য আগ্রহ
প্রকাশ করবেন তখন সেই কাজ না সফল হওয়া পর্যন্ত ফিরে আসা যাবে না। এটি ব্যক্তিগত
লক্ষ্যের পরিপূর্ণতা নিজের আবেগের সাধনা এবং অর্থপূর্ণ সম্পর্কের সাথে
অন্তর্ভুক্ত।
আরো পড়ুনঃ ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া
সত্যিকারের সাফল্যের সাথে পেশাগত কৃতিত্ব এবং ব্যক্তিগত সুস্থতার মধ্যে ভারসাম্য
জড়িত থাকে।জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি বা উদ্দেশ্য এবং ত্রিপ্তির অনুভূতির জায়গায় এটি বাহ্যিক বৈধতা এবং
সামাজিক প্রত্যাশার বাইরে চলে যায় ব্যক্তিগত বৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং
ব্যর্থতা থেকে শেখার ক্ষমতার ওপর জোর দেয় সাফল্য হলো একটি স্থির গন্তব্যের
পরিবর্তে একটি গতিশীল যাত্রা যা ক্রমাগত স্ব-উন্নতি, অভিযোজন যোগ্যতা
এবং নিজের এবং অন্যদের উপর ইতিবাচক প্রভাব দ্বারা চিহ্নিত করে। সফল হওয়ার জন্য
কঠোর পরিশ্রম ও অধ্যবসা করতে হবে তারপরেই একদিন দেখবেন আপনি সফলতা অর্জন করতে
পারবেন। একবার ব্যর্থ হলে হাজার বার চেষ্টা করতে এভাবে হবে এবং যতদিন না সফল হতে
পারবেন ততদিন চেষ্টা করতে হবে।আশা করছি আপনি জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি তা বুঝতে পারলেন।
জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি
আপনি যদি নিজের জীবনকে সফল করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে জীবনের
সফল হবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান
পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যতা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। সাফল্যের
জন্য তিনটি মূল মন্ত্র থাকতে হবে।
ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে
যাওয়ার আগ্রহ ও ইচ্ছা কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন করতে হবে। সফলতা
অর্জনের জন্য একটা আনা লেগে থাকা, সহ্য করার ক্ষমতা, মেনে নেয়া, পাশ কাটিয়ে
দেওয়া,দৃঢ সংকল্প ইত্যাদি প্রয়োজন।
তাই আপনাকে সফল হতে হলে যতবারই আপনি ব্যর্থ হন না কেন আপনাকে আবার ঘুরে
দাঁড়াতে হবে এবং মানুষের কথায় কান দেওয়া যাবে না যতদিন পর্যন্ত না আপনি আপনার
লক্ষ্যে পৌঁছে গেছেন ততদিন আপনাকে এগিয়ে যেতে হবে।
জীবনে যে ক্ষেত্রে আপনি সফল হতে চান আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে আপনি
নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনে ভারসাম্য খুঁজে
পাবেন না এক্ষেত্রে নিজে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন
বিভিন্ন রকমের বিশেষজ্ঞরা।
আপনি কোন কাজ করছেন সেটা নিয়ে অন্যরা কি ভাবছে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না
আপনি নিজের কাজে এগিয়ে যাবেন এবং নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনি যে কাজটা
করছেন সেটি সঠিক। অনেক সময় কোন খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের কবর হয়ে
গিয়েছে বা আমরা ডুবেছি।
কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি নতুন কোন কিছু বীজ বোনা
হয়েছে। তাই সবসময় নিজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখতে হবে একটা খারাপের পর ভালো
কিছু আসতে পারে সেটা ভেবেই নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। যারা আপনার
সাথে নয়তিবাচক ব্যবহার করবে এবং নীতিবাচক কথাবার্তা বলবে তাদের থেকে দূরে থাকতে
হবে এবং ইতিবাচক মানুষ চারপাশে যেন থাকে সেই ব্যবস্থা করতে হবে।
জীবনে সফল হতে হলে নিজেকে একটু চালাক হতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে আরও বেশি
সহযোগিতা পাবেন এবং নিজের ব্রেন বুদ্ধিটা খাটিয়ে চলতে হবে। কোন কাজে ব্যর্থ হলে
ভাববেন না আপনার জীবন শেষ বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা মানে স্বল্প বিরতি
ফুলস্টপ বা শেষ নয়।
কিভাবে জীবনে একজন সফল মানুষ হওয়া যায়
আপনারা অনেকেই জীবনের সফল হতে চান কিন্তু কিভাবে জীবনে একজন সফল মানুষ হওয়া যায় ও জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি এই কথাটা কিন্তু অনেকেই জানতে চায়? আসলে জীবনে সফল হওয়ার জন্য কিছু উপায় রয়েছে
যেগুলো আপনাকে নিজের জীবনে অবলম্বন করতে হবে এবং সফলতা পাওয়ার চেষ্টা করতে হবে
আপনার যদি অধীর আগ্রহ ও পরিশ্রম থাকে।
তাহলে একদিন অবশ্যই জীবনে সফল হবেন। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম হতে করতে হবে
সফল হতে হলে অনেকে অনেক কিছু করে থাকে সাফল্য ছোঁয়া পেতে এমন কিছু উপায় বা টিপস
চলুন জেনে আসি।
অনুপ্রেরণা: এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের
পদক্ষেপ নিতে বাধ্য করবে সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে এতে
আপনার লক্ষ্য পূরণের সহায়তা হবে।
ইতিবাচক মনোভাব: আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে
হবে এবং নিজের জীবনের সফলতা আনতে হলে অবশ্যই নিজেই যে ইতিবাচক মনোভাবের পাশাপাশি
আশেপাশের মানুষের যেন ইতিবাচক হয় সেই দিকটাও নজর রাখতে হবে। যারা আপনাকে নিয়ে
নৈতিবাচক কথাবার্তা বলবে বা আশেপাশের যারা নৈতিবাচক সমালোচনা করবে তাদের থেকে
দূরে থাকার চেষ্টা করতে হবে।
আরো পড়ুনঃ BF এর রাগ ভাঙ্গানোর উপায় জেনে নিন
প্রত্যেক দিন নতুন দিন: না চিন্তাভাবনা বদলাতে হবে প্রতিদিনই আপনাকে ভাবতে
হবে যে আপনার জন্য একটা নতুন সূচনা শুরু হলো প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করতে
হবে ঘুম থেকে উঠার পর আপনার আজকের দিনের জন্য কি কি কাজ রয়েছে সেটা সাজিয়ে
ফেলতে হবে আবার ঘুমাতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে কোন কাজ বাকি
রেখে ঘুমানো যাবে না।
অজুহাত না দেখানোঃ আপনি যদি সফল হতে চান তাহলে আগে নিজের মধ্যে পরিবর্তন
আনতে হবে আপনাকে চেষ্টা করতে হবে প্রতিটা কাজই যেন সম্পন্ন করতে পারেন সব সময়
অজুহাতকে দূরে রাখতে হবে অজুহাতে এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে
বাধা দিতে পারে।
পরিশ্রম: জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রমই নয় কঠোর
পরিশ্রম ও অর্ধব্যসায় মাধ্যমে নিজের জীবনকে সফলতায় দাঁড়ায় পৌঁছাতে হবে। সফল
হওয়ার জন্য অনেক রকমের কাজ করতে হয় যা আপনাকে পরিশ্রম দাঁড়াও এগিয়ে নিয়ে
যায়।
ঝুঁকি নেওয়া: কোন কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরী কেউ কখনো এটা
করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবে না ঝুঁকি নেওয়া চ্যালেঞ্জ
আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে।
ভুল সংশোধন: আপনি সাফল্য তার দ্বারপ্রান্তে যেয়ে যদি ভুল করে থাকেন তাহলে
আপনার নিজের ভুল স্বীকার করার মতো আপনার মধ্যে সক্ষমতা থাকতে হবে এই জন্য নিজের
ভুলটা স্বীকার করে তার সংশোধন করতে হবে নিজের সমালোচনা নিজেকেই করতে হবে তাহলে
নিজের ভুলগুলো নিজে সমাধান করতে পারবেন।
আত্মবিশ্বাস: সাফল্য পেতে হলে নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে। তার
জন্য আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসের প্রয়োজন আত্মবিশ্বাস আপনাকে সাফল্য চরম শিখরে
পৌঁছে দিতে সাহায্য করবে।
মানুষের জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন
মানুষের জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন এ সম্পর্কে অনেকেই জানতে চায় আসলে
সফল হওয়ার জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জীবনে প্রয়োজন রয়েছে যা থাকলে
আপনিও একদিন সফল হতে পারবেন। নিজের জীবনকে সফলতার চরম শিখায় পৌঁছাতে হলে কিন্তু
অনেক কিছু প্রয়োজন রয়েছে যা আপনাকে মেনে চলতে হবে।
মানুষ বেশিরভাগই কর্মক্ষেত্রে সফল হতে চায় কারণ প্রতিযোগী মূলক বিশ্বে
কর্মক্ষেত্রে ভালো করা এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এখন সবচেয়ে বেশি
গুরুত্বপূর্ণ কিন্তু কর্মক্ষেত্রে সফল হওয়া কি এতই সহজ আপনাকে কর্ণ ক্ষেত্রে সহজ
হতে হলে ভালো পারফরম্যান্স করা দৃঢ় ইচ্ছা ও মানসিকতা থাকতে হবে।
নিজেকে মূল্যায়ন করুন: ক্যারিয়ারের সফলতা অর্জন করার অন্যতম উপায় হলো
নিজের কর্ম দক্ষতা মূল্যায়ন করা। অফিসের বার্ষিক মূল্যায়নের জন্য অপেক্ষা না
করে নিজেকে নিজে মূল্যায়ন করুন। এটি করার আদর্শ উপায় হল পরিমাপযোগ্য লক্ষ্য
গুলো নির্দেশ চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের একটি সময় রেখা নির্ধারণ।
আরো পড়ুনঃ গুচ্ছ পরিক্ষা কবে ২০২৪ জানুন গুচ্ছ পরিক্ষা কবে ২০২৪ জানুন
উদ্যেগ নিন: বর্তমানে সফলতার অন্যতম ধাপ হল উদ্যোগ নেওয়া আজকের
প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগ কর্তারা এমন ব্যক্তিকে খুঁজেন। যারা নতুন
পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারে। নতুন প্রকল্প শুরু করতে পারেন এবং ব্যবসায়ীর জন্য
নতুন সুযোগ তৈরি করতে পারেন। একই সঙ্গে যে কোন সমস্যা তাৎক্ষণিক কোন সমাধান করতে
পারেন তাই উদ্যোগ নিন ঝুঁকি নিয়ে।
শেখার মানসিকতা: কর্মজীবনে সফল হতে হলে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করতে
হবে এবং নতুন কিছু শেখার মনমানসিকতা রাখতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে
স্নাতক করেছেন বা আপনার কোন গ্রেড রয়েছে তা কোন ব্যাপার না পেশাগত জীবন শিক্ষা
প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা। বরং এখানে আপনি যা করেছেন তা নিয়ে প্রতিদিন নানান
প্রশ্নের মুখোমুখি হতে হবে সেই সমালোচনার জন্য প্রস্তুত থাকুন।
চাহিদা অনুমান করুন: চাকরিতে সফল হতে এবং ক্যারিয়ারের সাফল্য অর্জনের
প্রখর অনুমান শক্তি থাকায় ইতিবাচক দিক তাহলে বস ওদলের কি প্রয়োজন তা আগে থেকে
ধারণা করতে পারবেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি যদি বয়স হতাম তাহলে পরবর্তীতে কি
করতে চাইতাম তারপর সেগুলো নিজে করার উদ্যোগ নিয়ে সময়মতো দক্ষতার সঙ্গে সম্পন্ন
করুন এতে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন।
লক্ষ্য নির্ধারণ: মনে রাখতে হবে কঠোর পরিশ্রম বা ব্যস্ত থাকার জন্য আপনাকে
অর্থ প্রদান করা হচ্ছে না দিনের শেষে নিয়োগ কর্তার কাছে গুরুত্বপূর্ণ হলো আপনি
কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদান রাখছেন তা হতে পারে স্বল্প মেয়াদী ও
দীর্ঘমেয়াদি তাই প্রতিষ্ঠানে ঘিরে আপনার নিজেরও একটি লক্ষ্য থাকতে হবে।
জীবনে সফল হওয়ার জন্য আমাদের কেন প্রয়োজন
প্রতিটি মানুষেরই ব্যক্তিগত জীবন থাকে এবং সেই জীবনে সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা
থাকে জীবনে সফল হবার জন্য আমাদের কেন প্রয়োজন এই সম্পর্কে অনেকেই জানতে চায়
আসলে আপনার যদি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে কিন্তু জীবনে সফল হতে হবে ব্যর্থ
তাকে কাটিয়ে নিয়ে জীবনে সফলতা ছিনিয়ে আনাই হলো আপনার জীবনের সবচেয়ে বড়
পাওয়া।
আপনি যদি একটু পরিশ্রম করার পর ব্যর্থ হলে হাপিয়ে উঠেন তাহলে কিন্তু অল্পতেই
থেমে যাবেন এতে আপনার শেষে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না যে অভ্যাসগুলো নিজের
মধ্যে গড়ে তুলতে পারলে সফল হবেন আপনিও সেই অভ্যাসগুলোকে আপনার নিজের মধ্যে রপ্ত
করতে হবে। একটি ব্যক্তি সফল হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় যা আমরা উপরে
আলোচনা করেছি।
কিন্তু আপনার সফল হওয়া কেন গুরুত্বপূর্ণ আপনার জীবনে এটা কি জানেন আপনি যদি নিজে
সফল হন। তাহলে আপনি ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে চারিপাশে আপনার গুরুত্ব বাড়বে
এবং আপনাকে সবাই ভালবাসবে কারণ এখন একজন সফল ব্যক্তিকে সবাই ভালোবাসে ব্যর্থতাকে
কেউ গ্রহণ করে না।
একজন সফল ব্যক্তিকে সকলেই পছন্দ করে ভালোবাসি এবং তাকে সবকিছুতেই মর্যাদা বেশি
দেওয়া হয় কিন্তু একজন ব্যর্থ হল ব্যক্তিকে কিন্তু সমাজে কোন মূল্যায়ন করা হয়
না। এর জন্য নিজের জীবনে ব্যর্থতাকে অবশ্যই সফলতা পাওয়ার তীব্র চেষ্টা করতে হবে
দেখবেন একদিন আপনি সফল হতে পারবেন।
সমাজে নিজের মূল্যায়ন বাড়াতে পারিবারিকভাবে সকলের কাছে মূল্যায়ন পেতে হলে
কিন্তু সফল হতে হবে এই কারণেই সবচেয়ে বেশি প্রয়োজন একজন ব্যক্তিগত মানুষের
নিজের জীবনে সফল হওয়া।
সফলতা নিয়ে কোরআনের উক্তি
সফলতা নিয়ে কোরআনের উক্তি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন কারণ আল্লাহ তা'আলা
কোরআন মাজিদে কি বলেছেন সফলতা নিয়ে এটা জানার অনেকেরই আগ্রহ রয়েছে। ভোগ বিলাসী
হবে আখিরাতের কঠিন যন্ত্রণার কারণ পক্ষান্তরে সঠিক পথে চলতে গিয়ে দুনিয়ায়
দুঃখ-কষ্টই হব।
আখেরাতে সঞ্চয় ও সফলতার উপায় তাহলে সফল কারা এই প্রশ্নের উত্তরে মহান
আল্লাহ তায়ালা কোরআনুল করিমে ঘোষণা করেছেন, "সুতরাং যাকে (জাহান্নামের) আগুন
থেকে দূরে রাখা হবে এবং বেহেস্তে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম।
এটি একটি আয়াতের মধ্যাংশ আয়াতে শুরুতে আল্লাহ মানুষের উদ্দেশ্যে বলেছেন
প্রত্যেক জীবনেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকেরই পরকালে (তাদের কর্ম
অনুযায়ী) পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে।
আর আয়াতের শেষাংশে মানুষকে সতর্ক করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন-" আর দুনিয়ার
জীবন ভোগের সামগ্রী ছাড়া আর কিছু নয়।"
মানুষ যাতে সফলতার পথে হাটে। নিজেকে সফল করতে চায়।সেই জন্য আল্লাহ তা'আলা মানুষকে
সতর্ক ও উৎসাহ দিতে কুরআনে একাধিক আয়াতে বিষয়টি এভাবে তুলে ধরেন - "জীব মাত্রই
মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া
হবে সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেস্তে প্রবেশ করানো
হবে সেই হবে সকলকে আমার পূর্তির জীবন ছলনাময় ভোগে সামগ্রী ছাড়া আর কিছুই নয়।"
(সুরা আল- ইমরান: আয়াত ১৮৫)
সুতরাং আল্লাহ তায়ালা কুরআনুল করিমে তিন চুরাই চিন্তাশীল মানুষের জন্য সফলতা
লাভের সতর্কতা ঘোষণা করেন।
"জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কেয়ামতের দিনই তোমাদের কর্মফল
পূর্ণমাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং
বেহেস্তে প্রবেশ করানো হবে সেই হবে সকল কাম আর পার্থিক জীবন ছলনাময় ভোগে সামগ্রী
ছাড়া আর কিছুই নয়।" (সুরা আল- ইমরান: আয়াত ১৮৫)
'জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে
পরীক্ষা করে থাকি। আর আমার কাছে তোমরা ফিরে আসতে হবে।' (সুরা আম্বিয়া : আয়াত ৩৫)
মানুষের জন্য সফলতা ছাড়া বিকল্প কিছু চিন্তা করার সুযোগ নেই কারণ সবাইকে আল্লাহর
কাছে ফিরে যেতে হবে বিচার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা বলেন,'
প্রত্যেক আত্মাই মরনের স্বাদ গ্রহণ করবে এরপর তোমরা আমারই কাছে ফিরে আসবে।' (সুরা
আনকাবুত: আয়াত ৫৭)
শেষ বার্তা।জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি। কিভাবে জীবনে একজন সফল মানুষ হওয়া যায়
সম্মানিত পাঠক আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয় আপনি যদি ইতিমধ্যে
সম্পন্ন পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি ও কিভাবে জীবনে
একজন সফল মানুষ হওয়া যায় এই বিষয় সম্পর্কিত যাবতীয় সফল তথ্য সম্পর্কে জানতে
পেরেছেন।আশা করছি আপনি জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি তা এ
পোস্টটি সম্পন্ন পড়ে জানতে পেরেছেন।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১৫টি পলেটেকনিক
আমাদের আজকের আর্টিকেল পড়ে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট
বক্সে জানিয়ে দিন এছাড়াও আপনি যদি নিত্যনতুন আপডেট আর্টিকেল পেতে চান? তবে
আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url