ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে জানুন
ভালোবাসার মানুষকে সারা জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে হলে ভালোবাসার মানুষকে
পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে জানতে হবে?আপনারা অনেকেই ইতিমধ্যে অনলাইনে
ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে সার্চ করেছেন?তবে আজকের আর্টিকেল
আপনার জন্য।কেননা এই পোস্টে আপনি ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে যাবতীয়
সকল তথ্য আলোচনা করতে চলেছি।
আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আপনিও ভালোবাসার
মানুষকে পাওয়ার আমল ও দোয়া এবং ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে জানতে
পারবেন।সেই সাথে আল্লাহর ভালোবাসা পাওয়ার দোয়া এবং বিয়ের প্রস্তাবের দোয়া
কিভাবে করতে হয় তা জানতে পারবেন।তাই চরণ দ্রুত জেনে আসি ভালোবাসার মানুষকে
পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
পোস্ট সূচিপত্রঃভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া।ভালোবাসা নিয়ে
ইসলামিক উক্তি
ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া
প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু মানুষ জানতে চায় ভালোবাসার মানুষকে
পাওয়ার আমল ও দোয়া এবং ভালবাসার মানুষকে পাওয়ার জন্য যে সকল কাজ করতে হবে সব
কাজই করতে চায়। আপনি যদি কাউকে মন থেকে ভালবাসেন এবং সেই ভালবাসাকে পবিত্রতার
মাধ্যমে গ্রহণ করতে চান?
তাহলে অবশ্যই আপনি একান্তই যদি কেউ কারো প্রেমে পড়ে যায় তবে তাকে একটি আমল করার
পরামর্শ দিয়েছে যে ব্যাক্তি কোন মেয়েকে ভালোবাসে তাকে শুক্রবার মধ্যরাতে উঠতে
হবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে মনের আশা পূরণ করার নিয়তে এই দোয়া
পড়তে হবে।
উচ্চারণ: ফা ইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। (সুরা তাওবা: আয়াত ১২৯)
অর্থ : এ সত্ত্বে যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দেওয়া আল্লাহর জন্য
যথেষ্ট, তিনি ব্যতীত আর কোন বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান
আরশের অধিপতি।
এ বিষয়ে বিস্তারিত পড়তে আল্লাহুম্মা কাশ্মীরি রহ. রচিত গাঞ্জিনা ই আসরার পড়ার
পরামর্শ রইল।
আল্লাহ তাআলা সকল উম্মাহকে সঠিকভাবে জীবন যাপন ও সঠিক পদ্ধতিতে তার দরবারে
প্রার্থনা করা তৌফিক দান করুক। দুনিয়া ও পরকালে যাবতীয় কল্যাণ দান করুক আমিন।
ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি
ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে কি আপনারা জানেন আজকে আপনাদেরকে
ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে জানিয়েছি। প্রেম ও ভালোবাসা
একটি পবিত্র ইসলামে এটি নির্দেশ রয়েছে তবে প্রত্যেকটি প্রেম-ভালোবাসাই হতে হবে
হালাল ও পবিত্র। প্রত্যেক মানুষেরই প্রেম করতে পারবে আর যারা ইসলামের রয়েছে।
তারা বেশিরভাগ মানুষই আল্লাহ তায়ালাকে ভালোবাসে আল্লাহ তাআলার হুকুমগুলোকে
তারা পালন করেন ভালোবাসে। কেননা আল্লাহ তালাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার
জীবনে সফল হতে পারবেন এবং পরকালের জান্নাত নসিব করবেন। তার জন্য অবশ্যই আল্লাহ
তাআলার দেওয়া সকল নিয়মকানুন মেনে চলতে হবে।
আর বাস্তব জীবনে যদি আপনি হারাম ভাবে কোন প্রেমের সম্পর্কে জানান তাহলে সেটা
হবে আপনার জন্য ক্ষতিকর পরকালে গিয়ে আপনি কঠিন শাস্তির মুখোমুখি হবেন। ইসলামের
প্রেম করার নির্দেশ রয়েছে যখন আপনি বিয়ে করবেন তখন আপনার স্ত্রীর সাথে প্রেম
করতে পারবেন। তাই আপনাদের সবার উচিত প্রেম ও ভালোবাসাকে সম্মান করা এটা পবিত্র।
- অভ্যাসকে জয় করায় পরম বিজয়। হযরত আলী (রা:)
- যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিওনা। হযরত আলী (রা:)
- ও ভাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয়ে হইতে উৎসারিত হয় এবং রচনা হতে ক্ষরিত হয়ে ব্যথিত এর ব্যথা দূর করে। আল হাদিস
- সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো। আল হাদিস
- প্রেম একটি জ্বলন্ত সিগারেট যার শুরুতে আগুন এবং শীর্ষে পরিণতি ছাই। বার্নাডস
- প্রেম হলো মানুষের মনের অনুভূতি বাস্তবতার সাথে যার কোন মিল নেই তারপরও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা মানুষ কখনোই সহজে মেনে নিতে পারবে না। রেদওয়ান মাসুদ
- দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে এই দুটি জিনিস যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। এনাট ফেন্স
- ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট। সংগৃহীত
- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রেম কোন জ্ঞান বা বিজ্ঞান নয় বই বা কাগজও নয় অন্যরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না। জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
- সবকিছুর শুরু মধ্যে এবং অন্তই হচ্ছে প্রেম। নপডেয়ার
- প্রেম একটি চমৎকার অসুখ কষ্ট পাওয়ার তিলে তিলে ঢুকে মরার জন্য এমন অসুখ খুব বেশি নেই। তপংকর চক্রবর্তী
পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দোয়া
আপনারা যদি পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দোয়া সম্পর্কে জানতে চান
তাহলে কিন্তু ভালো মানুষের মানুষকে পাওয়ার আমল ও দেয়া সম্পর্কে জানতে পারবে।
আল্লাহর কাছে ভালবাসার মানুষকে স্বামী হিসেবে চাওয়ার জন্য দোয়া করা যাবে কি না
এবং ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করার থাকলে কি দোয়া সে
সম্পর্কে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন।
তাদের জন্য উত্তর হলো নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত
নয়। বরং উত্তম ও উচিত হচ্ছে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা।
কেননা আল্লাহ আপনার ধারণা থেকেও উত্তম জীবনসঙ্গী দিতে পারেন।
আরো পড়ুনঃ কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়
তবে এরপরও কাউকে পাওয়ার জন্য দোয়া করতে চান তাহলে আপনারা এভাবে দোয়া করতে
পারেন হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী
হিসেবে কবুল করুন।
অনেক সময় এমন হয় আর যে জিনিস পাওয়ার জন্য আমাদের অধীর আগ্রহ থাকে দুদিন পর
সেটা উৎকণ্ঠিত হয়ে উঠে আবার আজ জাদুরে সরে থাকার ব্যাপারে চেষ্টারতো থাকি
কয়েকদিন পর তা পেয়েছি বলে আনন্দিত হয়।
পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটি বিষয়ই
পছন্দই নয় অথচ তা তোমার জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে
পছন্দনীয় অথচ তোমার জন্য অকল্যাণকর। বস্তুত :আল্লাহই জানেন তোমরা জানো না। (সুরা
বাকারা, আয়াত ২১৬)
উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া :
পবিত্র কোরআন উল কারীমে আল্লাহা নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বর্ণিত
রয়েছে সেখানে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর একটি দোয়া এসেছে যে দোয়া পড়ার পর
আল্লাহতালা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন তার আশ্রয়ের পাশাপাশি উত্তম
জীবনসঙ্গীরও ব্যবস্থা করে দিয়েছেন সেই দোয়াটি হল :
উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
অর্থ : হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার
মুখাপেক্ষী। (সুরা আল কাসাস,আয়াত ২৪)
রবিতে পবিত্র কোরআনে বর্ণিত আরও একটি দোয়া রয়েছে। আল্লাহ তা'আলা দোয়া শিখিয়ে
এরশাদ করেন :
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিইয়া তিনা, কুররাতা
আ'ইউনিওঁ,ওয়াজ'আলনা-লিলমুকত্তাকিনা ইমা-মা।
অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের
সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদের আল্লাহ ভীরুদের
জন্য আদর্শস্বরূপ করো।(সুরা ফুরকান, আয়াত ৭৪)
ইসলামে ভালোবাসার মানুষকে বিয়ে করা যাবে কি
আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইসলামের ভালোবাসার মানুষকে বিয়ে করা যাবে
কিনা সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও
দোয়া সম্পর্কে আপনারা হয়তো জেনে গেছেন। প্রেম করা হারাম যদি কাউকে ভালোবেসে
ফেলেন তাহলে সম্পর্কের না জড়িয়ে প্রস্তাব দিয়ে বিয়ে করে নেন ইসলামে এটাই বলা
হয়।
প্রেম করে বিবাহ করার বৈধতা ইসলামে দেয় নাই এই জন্য আপনার ভালোবাসার মানুষকে
পাওয়া তীব্র আকাঙ্ক্ষা থাকলে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে হবে এবং হালাল
ও পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে হবে। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে
নিজের আবেগ গভীর ভাবে প্রকাশ করতে পারবেন এবং ভালবাসার মানুষকে দুনিয়ায় কেউ
কাউকে ভালবেসে বিয়ে করতে চাইলে।
আরো পড়ুনঃ বয়ফ্রেন্ড এর রাগ ভাঙ্গানোর উপায় জানুন
তাকে অবশ্যই আগে বিয়ে করতে হবে। প্রেম মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থান নাম
যাকে কারো প্রতি আবেগ গভীর অনুভূতির সংমিশ্রনে সৃষ্টি হয়।প্রকৃত প্রেম হল মহান
আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রেম যা ছাড়া অন্য কোন মানুষ ঈমানদার হতে পারবেনা।
দুনিয়ায় কেউ কাউকে ভালবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। মা-বাবা, ভাই বোন,
স্ত্রী সন্তানসহ আত্মা ও রক্তের আত্মীয়দের প্রতি প্রেম মহান আল্লাহর ইবাদতের
অন্তর্ভুক্ত করে দেন।
রাসুল (সা.) ইরশাদ করেছেন,' সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার-পরিজনের
জন্য ব্যয় করে তা তার সাদকা হিসেবে গণ্য হয়। '( মুসলিম ১২/১৪, হাদিস :১০০২)
কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে তা নিছক একটি অবৈধ সম্পর্ক। যে
সম্পর্ক মানুষ পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয় এ এক মরিচিকা যা আল্লাহ তাআলার
রহমত থেকে অনেক দূরে নিয়ে যায়।
বিয়ের প্রস্তাবের দোয়া কিভাবে করতে হয়
বিয়ে জীবনের অনুষঙ্গ একটি বিষয় আল্লাহতালা জোড়া মিলিয়ে রেখেছেন প্রয়োজন শুধু
খুঁজে নেওয়ার দোয়া করার বর্তমানে অনেক পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ
তরুণীদের যার কারণে গুনাহে জড়িয়ে পড়ছে অনেকেই। মনে রাখতে হবে সন্তানদের সাবালক
হয়ে গেলে বিয়ে দিয়ে দিতে হবে।
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন,
আল্লাহ তায়ালা তিন প্রকারের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ
করেছেন। আল্লাহ তাআলার পথে জিহাদকারী, মুকাতাব দাস, যে চুক্তির অর্ধপরিষদের ইচ্ছা
করে বিয়েতে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়।(তিরমিজি,
হাদিস:১৬৫৫)
বিয়ে পবিত্র সম্পর্ক আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন বিয়ের আগে
কোন অবৈধ সম্পর্ক গড়ে বিয়ে করা আল্লাহ পছন্দ করেনা সেই জন্য সব সময় গুনাহ থেকে
বাঁচতে হবে।
সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে করতে হবে। কুরআনে
বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি
পড়তে হবে নামাজ পড়া ছাড়াও দোয়া পড়া যাবে যে কোন সময় এই দোয়া যে কোনো
জায়গায় করতে পারবেন।
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা
আ'ইউন,ওয়া জাআলনা লিল মুক্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান -সন্ততি দান করুন
যারা আমাদের চোখ শীতলকারী হবে আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা
ফুরকান, আয়াত ৭৪)
আল্লাহর ভালোবাসা পাওয়ার দোয়া
আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার দোয়া এবং ভালবাসার মানুষকে পাওয়ার দোয়া ও আমল
সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে প্রকৃত ভালোবাসা কেবল আল্লাহর
জন্যই হতে হবে কাউকে ভালবাসলে সেটাও আল্লাহর জন্যই হওয়া জরুরী। মূলত নবী করীম
সাঃ কে অনুসরণ করলে আল্লাহ সকল বিধান মেনে চলার নাম নিয়ে আল্লাহর ভালোবাসা।
এছাড়াও ভালোবাসা কিছু ধরন রয়েছে ব্যক্তি ও অবস্থাভেতে এই ভালোবাসা তারতম হয়ে
থাকে এর মধ্যে এক ধরনের ভালোবাসা হলো বুদ্ধি জাত ভালোবাসা অন্যটি হলো স্বভাবজাত
ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা ও সন্তুষ্ট ও অর্জনের জন্য একজন মুমিনের
সর্বোচ্চ মর্যাদার সম্বল। আর আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হতে
আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গিত করে দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সব সময় এই দোয়াটি করতেন :
উচ্চারণ: আল্লাহুম্মারজুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাঁইয়ানফানি হুব্বুহু
ইনদাকা।
অর্থ: হে আল্লাহু আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং যার ভালবাসা আপনার
কাছে আমার জন্য উপকারী হয় তার ভালোবাসাও দান করুন। (তিরমিজি: হাদিস ৩৪৯১)
আল্লাহর ভালোবাসার আরেকটি দোয়া :
উচ্চারণ: আল্লাহুম্মার যুক্বনি হুব্বাকা ওয়া হুব্বা মাই ইয়ানফাউনি ইনদাকা,
আল্লাহুম্মার যুক্বনি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়্যাতান -লি ফিমা তুহিব্বু।
আল্লাহুম্মা মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু ফারাগান লি ফিমাতুহিব্বু।
অর্থ: হে আল্লাহ! আপনার ভালোবাসা আমাকে দান করুন এবং ওই ব্যক্তির ভালোবাসা
আমাকে দান করুন যার ভালোবাসা আপনার নিকটে আমার উপকার দিবে। হে আল্লাহ আপনি আমাকে
আমার যে প্রিয় বস্তু রিজিক হিসেবে দান করছেন সেগুলো আপনার ভালবাসার বস্তুর
শক্তিতে পরিণত করুন। হে আল্লাহ! আমি যা কিছু ভালোবাসি তার থেকে আপনি যা নিয়ে
গেছেন। সেগুলো আপনি যা ভালবাসেন তার জন্য মুক্ত স্থান নিয়ে বানিয়ে দিন।
(তিরমিজি, হাদিস:৩৪৯১)
আল্লাহর ভালোবাসা নিয়ে উক্তি
আল্লাহর ভালোবাসা নিয়ে উক্তি সম্পর্কে কি জানতে চান আপনারা হয়তো জানতে পেরেছেন
ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া সম্পর্কে। এই পৃথিবীর সব থেকে ভয় পায়
আল্লাহ তায়ালাকে কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যা চাইবেন তাই করতে
পারবেন।
এই জন্য সবসময় আল্লাহকে ভয় পেতে হবে আল্লাহতালাকে ভয় পাওয়া খারাপ করেন নাই
আল্লাহ তাআলাকে যদি ভয় করেন তাহলে তিনিও আপনাকে ভালোবাসবে এবং তার প্রতি ভয়
নিয়ে আপনি যে ইসলামের পথে আসছেন তা দেখে আল্লাহ তায়ালা খুশি হবেন।
আল্লাহর ভালোবাসা নিয়ে উক্তি :
দুনিয়ার অর্জন নয় দুনিয়া বিমুখী তাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। -(উমার
ইবনুল খাত্তাব (রা.))
সেই ব্যাক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। ( আবু
বকর (রাদিয়াল্লাহু আনহু)
যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তা সেই রহমতে চাইতে উত্তম
যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।
যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকতে না তখন বুঝে নেবে এটা
ঈমানের দুর্বলতার কারণ কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য।
পৃথিবীর জীবনটা তিনটি দিনের গতকালকের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটা
চলে গেছে আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন কিন্তু আজকের দিনটি
আপনার সুতরাং যা করার আজই করে নিন।
- নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয় আল্লাহর উপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর্তা তিনিই ভাল জানেন।
- যে বিষয় মনে খটকা লাগে সে বিষয়টা যত সম্ভব এড়িয়ে চলুন।
- এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে।
- যখন পৃথিবীতে কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন।
- যদি কেউ আপনার প্রভুর অনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।
- মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমন ভাবে দগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন।
- আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদের পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে।
শেষ কথা।ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া।ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি
প্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আজকের আশিকের সম্পূর্ণ পড়ে জানতে ও বুঝতে
পেরেছেন ভালোবাসার মানুষকে পাওয়ার আমল ও দোয়া এবং ভালোবাসা নিয়ে ইসলামিক
উক্তি সম্পর্কে।আমাদের আজকের আলোচনা থেকে আল্লাহর ভালোবাসা নিয়ে উক্তি এবং
আল্লাহর ভালোবাসা পাওয়ার দোয়া এবং বিয়ের প্রস্তাবের দোয়া কিভাবে করতে হয় এ
বিষয়ে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করি আজকের আর্টিকেল করে আপনার কাছে তথ্যবহুল এবং উপকৃত মনে হয়েছে আর্টিকেলটি
আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার নিকটস্থ বন্ধুদের সাথে শেয়ার করুন।এছাড়াও
ইসলামিক আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের
সঙ্গেই থাকুন ।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url