১০০+ বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস - সার্থপর বন্ধু নিয়ে উক্তি

একজন মানুষের জীবনে সব থেকে ভালো সম্পর্কের নাম হলো বন্ধুত্ব।প্রিয় বন্ধুকে নিয়ে মেসেজ করতে চান?বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস এবং সার্থপর বন্ধু নিয়ে উক্তি , স্ট্যাটাস,ক্যাপশন উক্তি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য।কারণ আজকের আলোচনা থেকে আপনি বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
১০০+বেস্ট-ফ্রেন্ড-নিয়ে-কষ্টের-স্ট্যাটাস
সেই সাথে আপনি আজকের আলোচনা থেকে খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস, বেস্ট ফ্রেন্ড এর কবিতা, কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস, বেস্ট ফ্রেন্ড নিয়ে ছন্দ, বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা এবং বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস গুলো সকলের মাঝে শেয়ার করতে পারবেন।তাই আলোচনা টুকু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস এবং সার্থপর বন্ধু নিয়ে উক্তি  সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃবেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস।সার্থপর বন্ধু নিয়ে উক্তি

বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস

আজকে আপনাদের বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানাবো আপনারা যদি বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আমাদের আর্টিকেল থেকে আপনারা জেনে যাবেন বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস।
  • আমি কখনই আমার সেরা বন্ধুকে বোকামি করতে দিই না একা
  • কফি এবং চকোলেট ছাড়াও আমার প্রিয় মানুষ আমার বেস্ট ফ্রেন্ড।
  • বন্ধুত্বই একমাত্র ফুল যা সব ঋতুত ফুটে।
  • একজন সেরা বন্ধু কখনই ফটো তুলতে ক্লান্ত হয়না, যতক্ষণ না সে সেরা ছবিটি পায়।
  • যদি কেউ এই পোস্টটি পছন্দ না করে আমি জানি আমার বেস্ট ফ্রেন্ড পছন্দ করবে।
  • ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন এবং তার থেকে নিস্তার পাওয়া আরো কঠিন।
  • ভালো বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু পাওয়ার জীবনে অনেক ভাগ্যর ব্যাপার।
  • সত্যিকারের বন্ধুরা সব সময় আপনার কৌতুক দেখে হাসে বিশেষ করে যেগুলোর মজা নয়।
  • আমাদের সেরা বন্ধু বানিয়েছে আল্লাহ কারণ তিনি জানতেন যে আমাদের মায়েরা আমাদের বোন হিসেবে বানালে সামলাতে পারত না।
  • আপনার সেরা বন্ধুর সাথে একটি ভালো দিনের শক্তিকে কখনো অবমূল্যায়ন করবেন না।
  • সত্যিকারের বন্ধু ছেড়ে যায় না আর যারা ছেড়ে যায় তারা বন্ধু নয়।
  • সেরা বন্ধু হল তারা যারা আপনার সমস্যাগুলি ভাগ করে নেয় তাই একা কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না।
  • পাশাপাশি বা মাইলে দূরে প্রকৃত বন্ধুরা সব সময় হৃদয়ের কাছাকাছি থাকে।
  • এই পৃথিবীতে সত্যিকারের বন্ধুত্ব যে মূল্যবান আর কিছু নেই।
বেস্ট ফ্রেন্ড সেই নয় যে শুধু খুশিতে থাকে ভালো বন্ধু সে যে বিপদে আপনার পাশে শক্ত ভাবে থাকে।
ভালো বন্ধু তারার মতো আপনি সব সময় তাদের দেখতে পান না তবে আপনি জানেন যে তারা চিরকাল আপনার সাথে রয়েছে।

বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা

বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা সম্পর্কে অনেকেই জানতে চায় যারা বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস। বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা নিয়ে জানেন না তাদেরকে আজকে জানাবো বেস্ট ফ্রেন্ডের ক্যাপশন গুলো যা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসার প্রকাশ করতে পারেন।

বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস

বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস সম্পর্কে আপনারা কি জানতে চান বন্ধুটি আপনার সবচেয়ে আপন এবং সেই বন্ধুই যখন আপনাকে কষ্ট দেয় তখন কিন্তু থেকে কিছু কষ্ট আছে। যে কষ্টগুলো হয়তো প্রকাশ করা যায় না আপনি যদি বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস গুলো জানতে চান। তাহলে আজকের আমাদের আর্টিকেল থেকে পরে জেনে নিন।
*
বন্ধু তুমি আপন হয়ে বাধলে বুকে ঘর
কষ্ট পাব আমায় যদি করে দাও
পর সুখের নদী হয়না যেন দুঃখের
বালুচর সব সময় নিও বন্ধু আমার খবর।
*
বন্ধু তুমি এত ভালো জীবনে
আর ফিরে আসলো ভুলে গেছি
আধার কালো তোমার মত বন্ধু
আলো সবার জীবনে জ্বলো।
*
ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়
ভালো লাগার কিছু গল্প জীবন রাঙ্গায়
ভাললাগার কিছু মানুষ বন্ধু হয়ে যায়
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয়।
*
সুন্দর এই পৃথিবী স্নিগ্ধতার বা
স্বপ্নিল এই জীবন স্মৃতিময়
তার আকাশ শিশির ভেজা পথ
কুয়াশার ঢাকা বন্ধু তোমার সাথে
কেন হয় না আমার দেখা।
*
ফুল ফুটেছে সারি সারি,
বন্ধু আসবে কবে আমার বাড়ি দেখব,
তোমায় দুচোখ ভরে আকব ছবি যতন করে,
আসো যদি আমার বাড়ি খেলব দুজন লুকোচুরি।

বেস্ট ফ্রেন্ড নিয়ে ছন্দ

আপনারা কি বেস্ট ফ্রেন্ড নিয়ে ছন্দ সম্পর্কে জানতে চান বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সবচেয়ে কাছের বন্ধুকে বেস্ট ফ্রেন্ড বলা হয় যার সাথে প্রতিটা খুনসুটি দুঃখ কষ্ট ভালোবাসা ভাগ করে নেয়া যায় আজকে তাদেরকে উৎসর্গ করে কয়েকটি ছন্দ সম্পর্কে জানাবো।
*
ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প জীবন রাঙ্গায়,
ভালোলাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়,
ভুলে যেতে চাইলেও তাদের ভুলার মত নয়।
*
কিছু রাত স্বপ্নের কিছু স্মৃতি কষ্টের
কিছু সময় আবেগের কিছু কথা হৃদয়ের
কিছু মানুষের মনের কিছু বন্ধু চিরদিনের।
*
বন্ধু কখনো অবহেলা নয়
বন্ধুকে হৃদয় মাঝে গেঁথে রাখতে হয়
বন্ধু হলো সুখ দুখের সাথী
এমন বন্ধু রেখো না যে তোমার ক্ষতি করে।
*
কিছু বন্ধু তম ও জেরির মতো
তারা একে অপরের জ্বালাতন করে
দুষ্টুমি করে মারপিট করে
কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না।
*
দুঃখ আছে বলে সুখের এত দাম
রাত আছে বলে দিনের এত সুনাম
সূর্য আছে বলে চাঁদের এত অভিমান
আর বন্ধু তোমার আছো বলে আমি এই কবিতা লিখলাম।
*
ব্যর্থতাও সুন্দর লাগে ,
বন্ধু যখন পাশে থাকে,
সফল্য কষ্ট দিতে পারে,
যখন বন্ধুদের সাথে তা
তুমি উদযাপন করতে পারবে না।

সার্থপর বন্ধু নিয়ে উক্তি

আপনারা কি সার্থপর বন্ধু নিয়ে উক্তি  সম্পর্কে জানতে চান ও বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস বন্ধু মানে একে অপরের মনের কথা বলা এবং একে অপরের বিপদে সাথে থাকা কিন্তু কিছু বন্ধু রয়েছে। যারা স্বার্থপর নিজের স্বার্থ হাসিল হওয়ার পরে বন্ধুকে মানে না এবং বন্ধুর বিপদে পাশে আসেন না চলুন জেনে আসি সেই সকল সার্থপর বন্ধু নিয়ে উক্তি ।
  • স্বার্থপর বন্ধু জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।
  • স্বার্থপর বন্ধু রা সব সময় সুসময়ের বন্ধু হয়ে জীবনে আসে অসময়ে নয়।
  • স্বার্থপর বন্ধুরা কখনোই প্রকৃত বন্ধু নয় কারণ তারা নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব তৈরি করে।
  • সুসময় দেখে জীবনে আসে সেগুলো বন্ধুই হচ্ছে স্বার্থপর বন্ধু।
  • প্রকৃত বন্ধুরা কখনো স্বার্থপর যে মনে ঠাঁই দেয় না।
  • স্বার্থপর বন্ধু জীবনকে দুর্বৃষ্ম করে তোলে।
  • অসময়ে যেগুলো বন্ধু আছে সে বন্ধুগুলোই হচ্ছে প্রকৃত বন্ধু।
  • বন্ধুত্বের সম্পর্ক স্বার্থহীন হতে হয় কেননা স্বার্থের সাথে সম্পর্কিত বন্ধুত্ব বেশি দিন টেকসই হয় না।
  • বন্ধু হিসেবে সঠিক ব্যক্তিকে বেছে নিন কেননা স্বার্থপর বন্ধু সফলতা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
  • জীবন অতিবাহিত করার পথে যার স্বার্থপর বন্ধু রয়েছে সে পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগা।
  • ঘনিষ্ঠ স্বার্থপর বন্ধু যে ক্ষতি করতে পারে দূরের অন্য কোন মানুষ তা করতে পারে না।
  • স্বার্থপর বন্ধু চিনতে হলে নিজেকে অবশ্যই একবার বিপদের মধ্যে ফেলতে হবে।
  • একা একা জীবন পার করার শ্রেয় স্বার্থপর বন্ধু থাকার চেয়ে।
  • আপনি যদি স্বার্থহীন বন্ধু খুঁজে পান তাহলে নিশ্চিত আপনি জীবনে একদিন সফল হবেন।

কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস

কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস আজকে দিব ফ্রেন্ডশিপ একটি লাইভের ভালবাসার চেয়েও গভীরতম চিহ্নিত করে। বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস ও ভালোবাসাতে কষ্ট পেতে হয় কিন্তু ফ্রেন্ডশিপে কোন কষ্টের স্থান নেই। কলিজার বন্ধু নিয়ে আজকে আপনাদেরকে কিছু স্ট্যাটাস দিব যেগুলো আপনিও আপনার প্রিয় বন্ধুদেরকে ফেসবুকে জানাতে পারেন।
  • কলিজার বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র করে রাখতে পারবে।
  • কাউকে বন্ধু বানানোর আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত আসলে সে বন্ধুত্বের যোগ্য কিনা।
  • জাত,ধর্ম বিচার বিবেচনা ছাড়া যে সম্পর্ক গড়ে ওঠে তা হলো বন্ধুত্বের সম্পর্ক।
  • বন্ধু তার সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই তবুও তার থেকে বড় সম্পর্ক আছে তুই আমার বন্ধু না ভাই ভালোবাসি তোকে বন্ধু।
  • আমার জীবনে সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন হাসি তখন সে আমার সাথে হাসে।
  • সত্যিকারের বন্ধু রেগে গেল আমাদের সব সময় মানানো উচিত কারণ সে আপনার জীবনের সব রহস্যই জানে।
  • মানুষের জীবনে অনেক বন্ধু আছে আবার চলেও যায় কিন্তু যারা থেকে যায় তারা ভীষণ দামি।
  • সাফল্য আমাদের নতুন বন্ধু দেয় কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু।
  • বন্ধুরা জীবনে সেই সব স্মৃতি তৈরি করতে সাহায্য করে যেগুলো মনে করলে পরে নিজের মনেই হেসে ওঠা যায়।
  • যে আপনার সুখে খুশি হয় যে আপনার কষ্ট মন খারাপ করে যে আপনার নীরবতার কারণ খোঁজে সে আপনার সত্যিকারের বন্ধু।

বেস্ট ফ্রেন্ড নিয়ে কবিতা

বেস্ট ফ্রেন্ড নিয়ে কবিতা ও বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস সম্পর্কে আজকে আপনাদেরকে কয়েকটি কবিতা জানাবো যে কবিতাগুলো আপনি আপনার বেস্ট ফ্রেন্ড কে উৎসর্গ করে জানাতে পারেন। সবচেয়ে কাছের বন্ধু গুলো সব সময় বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তারা আপনার দুঃখ-কষ্ট সকল কিছুর সঙ্গী হয়ে থাকে।
*
বন্ধু তোর হাত ধরে ছুঁতে চায়
আর একবার বন্ধু তোর টিফিন বক্সে
কাঁদতে চাই আর একবার তোর সাথে
আমি ভিজতে চাই খুব করে শুধু
একটা বার তোর চেনা নামে ডাকতে চাই খুব জোরে।
*
বন্ধু তুমি আপন হয়ে বাঁধলে বুকে
ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও
পর সুখের নদী হয়না যেন দুঃখের
বালুচর সব সময় নিও বন্ধু আমার খবর।
*
যেমন ছিলাম তেমন আছি
বন্ধু তোমার পাশাপাশি
ভাবছো হয়তো ভুলে গেছি
কেন ভাবছো মিছামিছি,
যদি তোমায় ভুলে যেতাম
তাহলে কি আর এসএমএস করতাম।
*
বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক
গল্প করবো তোমার সাথে আমি সারারাত
তুমি যদি কষ্ট পায় আমায় দিও ভাগ
তোমার কষ্ট শেয়ার করবো হাতে রেখো হাত।
*
বিধাতা হাতে লেখা কার সাথে কার হবে দেখা
কেউ জানে না কবে কখন কার সাথে গিয়ে
মিলবে জীবন তবুও থাকে একটি চাওয়া
মনের মত বন্ধু পাওয়া।
*
রাতের রং কালো জোসনা দেয় আলো
আকাশের রং নীল তারা ঝলে ঝিলমিল
গোলাপের রং লাল আমাদের
বন্ধুত্ব থাকবে চিরকাল।

খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস

আপনারা কি খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানতে চান আপনারা হয়তো বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাসসম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন একটি খারাপ বন্ধু থাকলে আপনার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট তার জন্য আপনারা খারাপ বন্ধু থেকে গুরুত্ব বজায় রাখবেন।
  • আপনার যদি ভালো বন্ধু থাকে তবে তারা সর্বদা আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং আপনাকে সঠিক পথে হাটাবে কিন্তু খারাপ বন্ধু সম্পূর্ণ উল্টোটা করবে।
  • ভালো বন্ধু খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় কারণ জীবনে একটি দীর্ঘ যাত্রায় যেখানে আপনি প্রকৃত বন্ধু পাবেন তবে এর মাঝেও খারাপ বন্ধু থাকবে।
  • আপনার কতজন বন্ধু আছে তা গুরুত্বপূর্ণ নয় আপনার খারাপ সময়ে সাহায্য করার জন্য কোন বন্ধু আছে কিনা এটাই গুরুত্বপূর্ণ।
  • ভালো বন্ধু সবসময় প্রকৃত ভালো সময়ের চেয়ে বেশি খারাপ সময় আসে কিন্তু খারাপ বন্ধুরা নিজের স্বার্থসন্ধানে আসে।
  • একজন প্রকৃত বন্ধু হলে একটি মানচিত্রের মতো যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন।
  • বন্ধু সর্বদা আপনাকে সমর্থন করবে আপনাকে বিশ্বাস করবে আপনার উৎসাহ দেবে এবং আপনাকে সম্মান করবে।
  • বন্ধুরা অন্ধকার আলোর মতো আলো অন্ধকার দূর করে এবং নিশ্চিত করবে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছ।

শেষ কথা।বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস।সার্থপর বন্ধু নিয়ে উক্তি 

সম্মানিত পাঠক আপনারা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে বেস্ট ফ্রেন্ড নিয়ে কষ্টের স্ট্যাটাস এবং সার্থপর বন্ধু নিয়ে উক্তি সম্পর্কে জানতে পারলেন।এছাড়াও আমরা আপনাদের সামনে আজকের আলোচনা থেকে তুলে ধরার চেষ্টা করেছি খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস, বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস, বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা এবং কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস।
 
আশা করি আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে কেমন লেগেছে তা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এ ছাড়াও আপনি যদি বেস্ট ফ্রেন্ড নিয়ে আরো আপডেট আর্টিকেল পেতে চান তবে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url