Bf এর রাগ ভাঙ্গানোর উপায় - gf এর রাগ ভাঙ্গানোর উপায়
প্রিয় পাঠক আপনার Bf এর রাগ ভাঙ্গানোর উপায় ও gf এর রাগ ভাঙ্গানোর উপায়
সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তবে আজকের পোস্টটি পড়ে জানতে পারবেন Bf এর রাগ
ভাঙ্গানোর উপায় ও gf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে।আপনার Bf ও gf এর রাগ
ভাঙ্গানোর জন্য চলুন জেনে নেওয়া যাক Bf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে।
একই সাথে আজকের পোস্টটি সম্পন্ন পড়ে জানবো প্রেমিকার রাগ ভাঙ্গানোর চিঠি, বন্ধু
রাগ ভাঙ্গানোর মেসেজ, ছেলেদের রাগ ভাঙ্গানোর মেসেজ ও মেয়েদের রাগ ভাঙানোর উপায়
সম্পর্কে।তাই আপনি যদি এ সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান তবে পোস্টটি
মনোযোগ সহকারে সম্পন্ন করে জানুন Bf এর রাগ ভাঙ্গানোর উপায় ও gf এর রাগ
ভাঙ্গানোর উপায় গুলো।
পোস্ট সূচিপত্রঃBf এর রাগ ভাঙ্গানোর উপায়।gf এর রাগ ভাঙ্গানোর উপায়
সূচনা।Bf এর রাগ ভাঙ্গানোর উপায় । gf এর রাগ ভাঙ্গানোর উপায়
বর্তমান প্রেক্ষাপটে বিএফ এবং বিএফ এই শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত।কেননা
আমরা একটা সময় নাম শুনে এসেছি ইতিহাসের বিখ্যাত ভালোবাসার ব্যক্তিগণের নাম
লাইলি-মজনু,শিরি- ফরহাদ, শাজাহান- মমতাজ এর মত আরও বিখ্যাত ভালোবাসা
ব্যক্তিগণের।আর এই ভালোবাসা সূত্রপাত ধরে বর্তমান সমাজে বাংলাদেশ সহ পৃথিবীর
প্রতিটা দেশে বিএফ এবং gf আগমন হয়েছে।
এমনিভাবে আমার আপনার ভালোবাসার মানুষ তো এই বর্তমান সময়ে থাকবেই।তাই আপনিও যদি
আপনার প্রেমিক-প্রেমিকা, Bf- gf রাগ ভাঙ্গাতে চান তবে জানতে হবে আপনাকে Bf এর রাগ
ভাঙ্গানোর উপায় ও gf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে।আপনি যদি Bf ও gf এর রাগ
ভাঙ্গানোর উপায় না জেনে থাকেন।তবে আমাদের পোস্টটি পড়ে সহজেই আপনার Bf ও gf এর
রাগ ভাঙ্গাতে পারবেন।
এছাড়াও আজকের আর্টিকেল পড়ে আপনি প্রেমিকার রাগ ভাঙানোর চিঠি, রাগ ভাঙানোর ছন্দ,
রাগ ভাঙ্গানোর কথা, বন্ধু রাগ ভাঙ্গনের মেসেজ ও মেয়েদের রাগ ভাঙ্গানোর উপায় এবং
ছেলেদের রাগ ভাঙানো মেসেজ জেনে নিতে পারবেন।যা জেনে এসমস্ত বিষয়গুলো আপনি আপনার
প্রিয় মানুষকে দিয়ে তার রাগ দূর করতে পারবেন।নিচে বিস্তারিত প্রতিটি টপিক গুলো
মনোযোগ সহকারে পড়ুন।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর কবিতা
প্রিয় মানুষ যখন রাগ করে তখন কিন্তু তার রাগ ভাঙ্গানোর জন্য আমরা বিভিন্ন রকমের
উপায় অবলম্বন করি প্রেমিকার দাঁত ভাঙ্গানোর কবিতা সম্পর্কে আপনারা কি জানেন
আপনাদের প্রেমিকা যখন রাগ করে আপনার উপর তখন যদি আপনি একটা মিষ্টি কবিতা শুনিয়ে
দেন তখন কিন্তু সে আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। চলুন এমনই ভালোবাসার মিষ্টি
কয়েকটি প্রেমিকার রাগ ভাঙ্গানোর কবিতা সম্পর্কে জেনে আসি।
কখনো রাগের পরশমা ছাড়া
যা বুঝতে চাই কেউ তো বুঝে না
বুঝিতে বুঝিতে ক্লান্ত এই কায়া
মন আজ তাই দিশেহার।
তুমি তোমার রাগ প্রকাশ করো
চিৎকার করে
আর আমি নিকোটিনের
ধোয়ায় প্রকাশ করি
আমার ভালোবাসার মাপকাঠি।
রাগ অনুরাগের পালা বদলে,
সবুজ হারিয়ে হৃদয় কবেই
হয়েছেরাতের নির্জনতায় হয়
প্রতিদিন দুটি আঁখি পল্লব মোর
সিক্ত জীবন মরুভূমি অবুঝ হৃদয়ে
আর খোজেনা ওয়ারিস একাকী জীবনের।
শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে শুধু মন খারাপই বিষ।
রাগ করার চেয়ে কান্না করা ভালো
কারণ রাগ করে অন্যকে আঘাত করে
অশ্রু আক্তার মধ্যে দিয়ে নীরবে প্রবাহিত হয়
এবং হৃদয়কে পরিষ্কার করে।
রাগ
কমাতে শিখুন
কারণ এই রাগের জন্য
অনেক ভালো সম্পর্ক
শেষ হয়ে যায়
মেয়েদের রাগ ভাঙ্গানোর উপায়
মেয়েদের রাগ ভাঙ্গানো কিন্তু এত সহজ নয় তাদের রাগ ভাঙ্গানোর জন্য আপনাকে কিছু
উপায় অবলম্বন করতে হবে তবে কিন্তু তারা আপনার ওপর অভিমান ভাঙবে মেয়েদের রাগ
ভাঙ্গানোর জন্য যে উপায়গুলো আপনারা অবলম্বন করতে পারেন চলুন জেনে নেয়া যায়।
মেয়েদের মন হয় কমল এবং নরম তাদের রাগ ভাঙ্গানোর জন্য আপনারা যদি সুন্দর একটি
গিফট দেন তাহলে কিন্তু তারা আপনার উপর খুশি হয়ে যাবে। ছোট ছোট উপহার দেওয়ার
মাধ্যমে মেয়েদের মন খুশি করতে পারেন এবং তাদেরকে বাইরে ঘুরতে নেওয়া যাওয়া এবং
তাদের পছন্দের জিনিসগুলো খাওয়ানোর মাধ্যমে তাদের রাগ ভাঙাতে পারেন।
ভালোবাসা সম্পর্কের মধ্যে নানা রকমের সমস্যা হয় ঝামেলা হয় কিন্তু তার মধ্যেও এই
সম্পর্ক গুলোকে টিকিয়ে রাখতে হলে কিন্তু ছোট ছোট কাজগুলো করতে হবে সেগুলো দ্বারা
আপনি আপনার প্রেমিকার রাগ ভাঙাতে পারবেন।যে জায়গাগুলো যেতে পছন্দ করে আপনার
প্রিয় মানুষ তাকে সেই জায়গায় নিয়ে যান তার পছন্দের জায়গাগুলো ঘুরান এবং তাকে
তার পছন্দের জিনিস উপহার দেন। দেখবেন আপনাদের মাঝে আরো ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে
এবং তার মন থেকে ভালোবাসা ও পাবেন।
Bf এর রাগ ভাঙ্গানোর উপায়
Bf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে আপনারা কি জানেন যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড
বয়ফ্রেন্ডের মধ্যে নানা রকমের মান অভিমান সৃষ্টি হয় তখন কিন্তু তারা রাগ করে
কথা বলা বন্ধ করে দেয় কিন্তু এই উপায়টি অবলম্বন করলে আপনাদের মধ্যেও ভালোবাসা
সৃষ্টি হবে। চলুন জেনে আসি bf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে।
- সরি বলুন : নিজের ভুল থাকলে সেটি প্রকাশ করে তার কাছে সরি বলে ক্ষমা চান এবং তাকে বোঝান যে আপনার ভুল হয়ে গেছে বোঝার ভুল ছিল ভালোবাসার দুইটি মুহূর্ত মনে করুন।
- কার্ড বা চিঠি লিখুন: ভালোবাসার মানুষকে ভালোবাসার প্রকাশ করতে এবং তার রাগ ভাঙ্গানোর জন্য কার্ড এ সরি লিখে বা চিঠি লিখে তাকে পাঠাতে পারেন। একটা গোলাপের সাথে তাহলে দেখবেন তার মন ভালো হয়ে যাবে এবং রাগ কেটে যাবে।
- মেসেজ করুন: ভালোবাসার কিছু মুহূর্তগুলোকে মনে করে মেসেজ করুন এবং ভালোবাসার কয়েকটি কথা বলুন দেখবেন ভালবাসার মানুষের রাত দূরে চলে যাবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে।
- উপহার দিন: আপনার কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই তাকে ছোটখাটো কোন গিফট তিনি এবং তার সাথে দেখা করে তাকে উপহার দেওয়ার মাধ্যমে তার রাগ ভাঙ্গান।
- ঘুরতে যান: আপনার প্রিয় মানুষের পছন্দের জায়গায় তাকে ডাকুন এবং তাকে নিয়ে কিছু সময় কাটান ভালো কথা বলুন দেখবেন তার মনের রাগ কেটে যাবে এভাবে রাগ ভাঙ্গাতে পারেন। তার পছন্দের শাড়ি পড়ে যান এবং তার সাথে ভালো একটি স্নিগ্ধ সময় কাটান।
ছেলেদের রাগ ভাঙ্গানোর মেসেজ
ছেলেটা কিন্তু সহজে রাগ করে না কিন্তু তার আগে যখন রাগ করে তাদের রাগটা সীমা
ছাড়িয়ে যায়। ছেলেদের মন অনেক শক্ত হলেও তারা কিন্তু আঘাত পায় কষ্ট পায়। এই
আঘাত কষ্টে কিন্তু তারা যখন শক্ত হয়ে যায় তখন তাদের রাগ ভাঙ্গানো যায় না। চলুন
জেনে আসি ছেলেদের রাগ ভাঙ্গানোর মেসেজ সম্পর্কে যেই মেসেজগুলো পড়ে আপনার প্রিয়
মানুষটা আপনার উপর থেকে রাগ চলে যাবে।
- আমার প্রিয় মানুষ তোমার ওপর আমার এতটাই ভালোবাসা রয়েছে যে তুমি আমাকে এত অবহেলার পরেও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
- ভালোবাসা হলে এমন একটি নিঃশ্বাস যাতে শুধু খাটে দুইজনার বিশ্বাস এটি হলো ছোট্ট সুখের বাসা তাই তো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
- পৃথিবীর সব সুখ তখনই নিজের মনে হয় যখন ভালোবাসার মানুষটিকে পাশে থাকে আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখনি ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে।
- যদি ভালোবাসো মোরে তবে মোর দুহাত ধরে নিয়ে চলো অনেক দূরে যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয় কেবল মনে আর মনে।
- ভালোবাসা মানে নীল প্রজাপতি ভালোবাসা মানে রুপালি উজান ভালোবাসা মানে রচনার গান ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী।
- দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝি তোর দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো ভালোবাসার মাঝে টক ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকেরই জীবনেও মিছে।
- ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে ভালোবাসায় ভালবেসে বেধে যে রাখে।
- আজও তুমি রাগ করেছো দুঃখ পাবো তাতেই কালকে যখন মরে যাব রাগ দেখাবা কাকে বিধির বিধান এইরকমই একদিন তো যাব মরে বুঝবে সেদিন তুমি ভালবাসতাম শুধু তোমাকে
বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ
বন্ধু কেমন কোন মেসেজ রয়েছে কি যা দিয়ে রাগ ভাঙ্গানো যায় আসলে বন্ধু হল আপন
মানুষ তার রাগ ভাঙ্গানোর জন্য কি কাজ করলে এত সহজে তার রাগ চলে যাবে চলুন জেনে
আসি বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ সম্পর্কে।
- রাগ করিস না বন্ধু তোকে ছাড়া যে আমার দিনটা সম্পূর্ণ হয় না আমি তোর কাছে চির কৃতজ্ঞ।
- আমি যদি কোন ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দিস বন্ধু ভুলের ঊর্ধ্বে মানুষ নাই।
- বন্ধু ভুল শুধরানোর জন্য সময় দে আমি দেখবি সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি।
- রাগ করোনা বন্ধু আমার একটুখানি হাসো দুঃখ ভুলে নতুন স্বপ্নে আমায় ভালোবাসো।
- মান করেছে বিভাগী মন দখিন হাওয়া মন উচাটন প্রিয়ার কপোল সিক্ত নয়ন ঝরে অঝর, স্বপন ডানায় ভাসো রাগ করোনা বন্ধু আমার একটুখানি হাসো।
- তোমার হাসি বাজায় বাঁশি, নিশিথ গানের সুরসে সুর তুলে বেসুর ভুলে কর বেদনা বিধুর।
- স্বপ্ন তোমার চাঁদনী রাতে সুর ঝরাবে আবির প্রাতে, রংধনু মন চাইছে পেতে রাগ করোনা বন্ধু আমার।
gf এর রাগ ভাঙ্গানোর উপায়
আপনি কি আপনার জিএফ এর রাগ ভাঙ্গাতে চান কিন্তু রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে
জানেন না। আসলে অনেকেই gf রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কে না জানার কারণে gf এর রাগ
ভাঙ্গাতে পারেনা হিমশিম খেয়ে যায় চলুন জেনে নেওয়া যাক কয়েকটি gf এর দাঁত
ভাঙ্গানোর উপায় সম্পর্কে।
পছন্দের উপহার দেওয়া: আপনার প্রিয় মানুষ যখন আপনার ওপর রাগ করবে তাকে তার
পছন্দের উপহারগুলো গিফট করতে পারেন তা আমি কিছু উপহার গিফট করতে হবে এমন কিছু নয়
কিন্তু আপনি তাকে ছোট ছোট তার পছন্দের মনের জিনিসগুলো দিলেও কিন্তু সে খুশি হবে।
কার্ডও কেক উপহার দিন: ভালোবাসার মানুষের রাগ ভাঙ্গানো সবচেয়ে ভালো উপায়
হল একটি কার্ড লিখে তাকে পাঠানো আর এরপরে ম্যাজিকাল তিনটি শব্দ তাকে লিখে দিতে
পারেন ভালবাসার বহিঃপ্রকাশ করতে এবং তার পছন্দের একটি কেক কিনে সরি লিখে তাকে
পাঠাতে পারেন।
সরি বলুন: অনেক সময় ভুল আপনার না থাকলেও আপনি ভালোবাসার মানুষকে সরি বলে
নিজেই ভুল প্রকাশ করুন। এবং তার কাছে আপনার দোষ স্বীকার করে তাকে ভালোবাসা প্রকাশ
করুন। দেখবেন আপনার মনের মানুষ বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না।
জরিয়ে ধরুন: অল্প সময়ের মধ্যে যদি মনের মানুষের রাগ ভাঙ্গাতে চান তাহলে
তাকে শক্ত করে জড়িয়ে ধরুন। তাকে এমনটা করলে মনের মানুষের রাগ নিমিষে গলে যাবে
এবং শক্ত আলিঙ্গন সাধারণত ভালোবাসার পরিমাণ প্রকাশ করে। আর মনের মানুষের অভিমানী
মুহূর্ত আলিঙ্গন তাকে আপনার কাছে আনতে বাধ্য করে।
রাগ ভাঙ্গানোর কিছু কথা
প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর জন্য যে কথাগুলো আপনি বলতে পারেন এবং তারা এই কথা
শুনে রাগ ভেঙ্গে যাবে তার জন্য আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভালোবাসা
প্রকাশ করুন এবং তার রাগ ভাঙ্গাতে চেষ্টা করুন।
- তুমি আমার জীবনের এমন এক অধ্যায় যাকে ছাড়া আমার এই বইটি সম্পন্ন হবে না।
- ভালোবেসেছি তোমাকে দিয়ে শেষ হব তোমাকে দিয়ে।
- আমার ভালবাসা শুরুটা করেছি তোমাকে দিয়ে শেষ করতে চাই তোমার হাতটা পেয়ে।
- যত ভুল করেছি তার জন্য ক্ষমা করে দিও তুমি যে আমার মনের আলো।
- তুমি আমার ওপর রাগ করেছো এটা আমার জন্য খুব কষ্টের আমি ভুল করেছি ক্ষমা করে দিও।
- তুমি আমার কাছে অনেক মূল্যবান আমি তোমাকে হারাতে চাই না।
- ভালোবাসা এত সহজ নয় তোমাকে না পেলে আমার জীবন কোন মূল্য থাকবে না।
- সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণ টা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।
- মনের রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয় অভিমানের দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রত্যেকটি সম্পর্কই স্থায়ী হয়।
তুমি রাগ, তুমি রঙ, শিরার কোন শিহরণ ছুঁয়ে দিলে তোমার ওই ঠোঁট স্পন্দন খোঁজে
বিদ্ধ আমার এই মন
যখন তুমি ছিলে না তখন হয়তো কোন আশা ছিল না তুমি এসেছ তাই ভালোবেসে বাঁচার আশা
আমার জেগেছে।
রাগ ভাঙ্গানোর ছন্দ
রাগ এমন একটি জিনিস অল্প সময়ের মধ্যে মানুষ কিন্তু ভুল বোঝার কারণে রাগ করতে
পারে আপনারা কি জানেন রাগ ভাঙ্গানোর ছন্দ সম্পর্কে অনেকের রাগ ভাঙ্গানোর ছন্দ
নিয়ে লেখালেখি করে তবে আপনারা যখন আজকে আমাদের আর্টিকেলটি করবেন তখন আপনার
প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর কয়েকটি সুন্দর ছন্দ পেয়ে যাবেন যা পরে আপনার
প্রিয় মানুষ আপনার উপর থেকে রাগ চলে যাবে।
- বিধি এসে গেলে তুমি না না বললে আমার মন ভাঙতে হয় খুব কষ্টে।
- সময়ের অবশিষ্ট মৌসুম শেষে প্রেমের আলো জ্বলছে অনেকের হৃদয়।
- তুমি যেখানে বলবে আমি তোমায় কখনো ভুলবো না সেখানে আমি থাকবো আমি তোমায় পাওয়ার আশায়।
- চেনা চেনা অবশেষে তোমার মুখ আমার ভালবাসায় আবার উঠবে ভালোবাসার বুক।
- মনে না মনে একদিন আসিবে প্রেমের বাতাসে আমার হৃদয় ফাঁকিবে।
- আমার প্রেম তোমায় স্পর্শ করে ভুলে যেতে পারি সময় যে দুটিরে, তুমিহীনা আমার সময় যে কাটে না।
- তোমার হাসির ঝংকারে আমার মন চিরদিন জ্বলে বুঝতে পারি না কেন তোমার প্রেমে আমি ধুসরে পড়ে।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর চিঠি
প্রেমিকার রাগ ভাঙ্গানো চিঠি সম্পর্কে জানেন প্রেমিকার যখন অতিরিক্ত রাগ হবে এবং
আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। তখন কিন্তু একটাই উপায় রয়েছে সেটার জন্য
আপনি তাকে চিঠি লিখতে পারেন এবং সেই চিঠির মাধ্যমে যেন তার রাগ দূর হয়ে যায়
সেটাও মাথায় রাখতে হবে।
অনেক দূরত্বের কারনেও অনেকে রাগ ভাঙ্গাতে পারে না যারা দুই প্রান্তে বসবাস করে।
একে অপরকে ভালবাসে কিন্তু রাগ করে মনে মনে কষ্ট পায় প্রেমিকার রাগ ভাঙ্গানোর চিঠি
কয়েকটি চলুন জেনে নেয়া যাক।
প্রিয় কলিজা,
আশা করি তুমি ভালো আছো আমি এই পৃথিবীতে তোমার সাথে ভালোবাসা এবং সুরিন্দর
মুহূর্তগুলোর কথা ভেবেই লিখছি আসলে এই চিঠিটি তোমার মনে থাকা আমার প্রতি থাকা
খুবগুলো দূর করতে পারবে কি জানিনা তারপরও লিখছি তুমি হয়তো আমাকে ওপর অনেক রাগ
করে আছো আমি যেই ভুলগুলো করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার দিনরাত্রি যেন অন্ধকার হয়ে গিয়েছে
প্লিজ আমাকে ভুল বুঝনা এবং আমার করে রাখা ভুলগুলোকে ভুলে যাও এবং আগামীতে আমি
তোমাকে কথা দিচ্ছি যে এমন কোন ভুল হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি তোমায় ছাড়া
আমি বাঁচবো না তাই এই কথাটি মনে রেখো আমি হারিয়ে যাবো যদি তুমি আমাকে ক্ষমা কর।
ইতি তোমার ভালোবাসার মানুষ।
প্রিয় সোনাপাখি,
আশা করি ভালো আছো জানিনা ভালো আছো কিনা তবে আমি একটুকো ভালো নেই তোমাকে অনেক
ভালবাসি আমি সোনা আমাকে প্লিজ ক্ষমা করে দাও এন্ড এত রাগ করে থেকো না আমার উপর
আমার ভুলগুলোর জন্য তুমি কষ্ট পেয়ো না। তুমি যদি কষ্ট পাও তাহলে আমি নিজেকে আঘাত
করে কষ্ট দিব এবং তোমার কষ্ট আমি সহ্য করতে পারব না।
তার জন্য আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে একে অপরের সাথে আবার আগের মত হয়ে যাও।
আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় সোনা পাখি তুমি আমার কথা মনে রেখো আমাকে ভুলে
যেও না আমার ভুলগুলোকে ক্ষমা করে দিও।
ইতি তোমার প্রিয়
প্রিয় জান,
কেমন আছো তুমি? আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই তোমায় ছাড়া তুমি কেন আমার
উপর এত রাগ করেছ আমার ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও প্রিয় জান পাখি আমি যে
তোমায় ছাড়া বাঁচতে পারব না তোমাকে ছাড়া আমার একটি দিনও কাটে না আমাকে ক্ষমা
করে দিয়ে আমাকে সবকিছু থেকে আনব্লক করে দাও।
কেন আমাকে আনব্লক করোনি এখনো আমি যে অনেক কষ্ট পাচ্ছি তিলে তিলে মরে যাব আমি
তোমার সাথে কথা না বলতে পারলে। আমার জন্য কি তোমার একবারও মনে কষ্ট জাগে না যদি
কষ্ট পেয়ে থাকো এক বিন্দু আমায় ভালোবেসে থাকলে আমার সাথে আবার কথা বলো
ইতি তোমার অপেক্ষায়
তোমার প্রিয় মানুষ
লেখকের বার্তা।Bf এর রাগ ভাঙ্গানোর উপায়।gf এর রাগ ভাঙ্গানোর উপায়
প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয় থেকে আমরা জানলাম Bf এর
রাগ ভাঙ্গানোর উপায় ও gf এর রাগ ভাঙ্গানোর উপায় সম্পর্কিত সকল তথ্য।এখন
নিশ্চয়ই আজকের আর্টিকেল পড়ে আপনার জিএফ এবং বিএফ এ রাগ খুব সহজেই ভাঙ্গিয়ে
নিতে পারবেন।
এছাড়াও আপনি যদি ভালোবাসা, ছন্দ, স্ট্যাটাস কবিতা, চিঠি সম্পর্কে জানতে চান।তবে
আমাদের ওয়েব সাইটে ঘুরে আসুন এবং আপনার ক্রোম ব্রাউজারে মিঃ হেল্প বুক ওয়েব
সাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।আজকের আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন ও মতামত
থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার
বন্ধু, প্রেমিক, প্রেমিকাদের সাথে শেয়ার করুন।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url