কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024 - কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত
আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থেকে জানতে পারবেন কানাডা ওয়ার্ক পারমিট ভিসা
2024 ও কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত সম্পর্কে সঠিক আপডেট তথ্য।আরো থাকতে
কানাডা ভিসা পাওয়ার উপায়, কানাডা শ্রমিক ভিসা এবং কানাডা ওয়ার্ক পারমিট ভিসা
আবেদন করার নিয়ম।তাই যারা কানাডা যাওয়ার জন্য মন স্থির করেছেন তাহলে জেনে নিন
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024 সম্পর্কে আপডেট তথ্য।
পোস্ট সূচিপত্রঃবাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা খরচ হবে ও কানাডা
শ্রমিক ভিসা এবং কানাডা ভিসা খরচ সম্পর্কে জানতে চেয়েছেন।তাই আপনারা আজকের
আর্টিকেলে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024 ও কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত বিস্তারিত তথ্য জানতে পারবেন।আপনি যদি বিদেশ যাওয়ার জন্য মনে মনে
চিন্তা করেন সেক্ষেত্রে সঠিক তথ্য গুলো জানা থাকলে প্রতারণার শিকার হওয়ার হাত
থেকে রক্ষা পাবেন।আর এ সঠিক তথ্য গুলো জানা থাকলে নিশ্চিন্তে বিদেশে ওয়ার্ক
পারমিট ভিসা যেতে পারবেন।
কানাডা ভিসা পাওয়ার উপায়
আপনারা যদি কানাডা যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে কানাডা ভিসা
পাওয়ার উপায় সম্পর্কে। অনেকেই স্বপ্ন পূরণ করার জন্য কানাডার দিতে চাই যার ফলে
কিন্তু অনেক সময় অবৈধ উপায় অবলম্বন করে। নানা হয়রানি ও ভোগান্তির শিকার হয়
তবে অবৈধ পথে না গিয়ে বৈধভাবে কানাডা যাওয়ার নানা উপায় রয়েছে। বৈধভাবে
বাংলাদেশী রাও কানাডায় যাওয়ার বিভিন্ন সুযোগ পায়।
এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামঃ নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে
জনপ্রিয় ও সবথেকে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে কানাডা বসবাসের জন্য একটি পথ
হল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। প্রতি বছর হাজারো অভিবাসী প্রত্যাশীরা কানাডা
এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছেন। এটি একটি
সহজ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কানাডায় অভিবাসন ও কানাডার স্থায়ী বাসিন্দা
হতে পারেন।
ফ্যামিলি ক্লাস স্কলারশিপ: কানাডার অভিবাসন নীতিমালা একটি কার্যকর উপায়
হচ্ছে পরিবারের সদস্যের আমন্ত্রণে সেখানে যাওয়া যাকে বলে ফ্যামিলি unification।
এর মাধ্যমে পরিবারের সদস্যরা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানাতে পারে।
আরো পড়ুনঃ সৌদি ভিসার মেয়াদ কতদিন থাকে
এক্ষেত্রে আমন্ত্রণকারীকে কানাটান নাগরিক স্থায়ী বাসিন্দা হতে হবে। যাকে
আমন্ত্রণ জানানো হচ্ছে সে হতে হবে স্বামী বা স্ত্রী ২২ বছরে কম বয়সী সন্তান তবে
বাবা-মা ও দাদা-দাদীকে সুপার ভিসা ক্যাটাগরির আওতায় কানাডায় নেওয়া যায়।
আইইসি: 18 থেকে 35 বছর বয়সী যুবকরা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা
এর আওতায় চাকরির অফার লেটার ছাড়াই কানাডা যেতে পারে। তবে এই সুবিধা যেকোনো
দেশের নাগরিকের জন্য নয় কানাডায় দক্ষতা কর্মী নেওয়ার জন্য বিশেষ সুবিধা ভিসা চালু
রয়েছে ।৩৪৭টি প্রেসার এই জনবল নিয়ে থাকে কানাডায়।
স্ট্যাডি ভিসা: কানাডা যাওয়ার আরেকটি সহজ প্রক্রিয়া স্টাডি ভিসা তবে এই
জন্য আপনাকে কানাডা যেকোন প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আগে সেরে ফেলতে হবে
এক্ষেত্রে আপনি সেখানে চাকরি করতে পারবেন শুধুমাত্র যে স্টেটে আপনি পড়ালেখা
করছেন সেই সুযোগ পৃথিবীর সব দেশের জন্যই রয়েছে।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024
কানাডায় সরাসরি আসার কোন সুযোগ নেই যার জন্য অনেকেই এইরকম মনে করে থাকে যে
কানাডায় গিয়ে কাজ খুঁজে নিবে। এটা আসলে ভুল ধারণা চাকরির উদ্দেশ্যে কানাডা
গেলে অবশ্যই তার কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024 তৈরি করা লাগবে। আর এই ধরনের
ভিসা এমনি এমনি দেয় না। কোম্পানি যখন নিজের দেশের যোগ্য লোক খুঁজে পায় না।
তখন বিদেশে থেকে সার্কুলার প্রকাশ করার মাধ্যমে লোক নিয়ে থাকে। বিভিন্ন চাকরির
ওয়েবসাইট থেকে কোম্পানি লোক নিয়োগ দিয়ে থাকে। সেখানে প্রথমে তারা বিজ্ঞাপন
দেবে তারপর অনলাইনে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে প্রাথমিক যোগ্যতা যাচাই করার
নিশ্চিত করবে। এ ধরনের চাকরি বিজ্ঞাপন বিভিন্ন রকমের ওয়েবসাইটে আপনারা পেতে
পারেন।
কোম্পানিগুলো আপনাকে যোগ্য মনে করলে এলএমআইইএ ইস্যু করবে। যখন আপনি সরকার থেকে
এলএমআইএ এবং কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন। তখনই আপনি কানাডা ওয়ার্ক
পারমিট ভিসা 2024 জন্য আবেদন করতে পারবেন।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম
আপনি যদি কানাডায় ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু
আপনাকে প্রথমে সেই নিয়ম সম্পর্কে জানতে হবে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাদের রেডি করতে হবে এবং এরপর
এলএমআইএ নাম্বার লাগবে কানাডা কোম্পানি ও সরকার কর্তৃক এই ধরনের ডকুমেন্ট
প্রদান করা হয়।
আরো পড়ুনঃ সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
এটা পেতে হলে অবশ্যই অনলাইনে একা নামের বিভিন্ন ওয়েবসাইটে জবের জন্য আবেদন
করতে হবে এবং অনুমোদন নিতে হবে এরপর আপনি কানাডার ভিসা প্রসেসিং করতে পারবেন
এলএমআইএ অনুমোদন পাওয়ার পর আপনাকে কানাডা ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
সঠিকভাবে ফরমটি পূরণ করে সাবমিট করে নিতে হবে এই কাজ অনলাইনেও করা যায়। আপনি
একজন অভিজ্ঞ মানুষের সহায়তা নিয়ে এই কাজটি করবেন। কারণ এতে ভুল হওয়ার কোন
সম্ভাবনা থাকবে না এজেন্সি থেকে সাবধান থাকবেন। অনলাইনে আবেদন ফি প্রদান করতে
হবে।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত
কানাডায় সরকারি ও বেসরকারিভাবে যাওয়া যায় আপনি যদি কানাডায় ওয়ার্ক
পারমিট ভিসা নিয়ে যেতে চান। তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত টাকা সেই সম্পর্কে। বেসরকারি দিতে হবে গেলে
বিভিন্ন এজেন্সির সাহায্য নিতে হয়।
কানাডায় যাওয়ার জন্য যার কারণে খরচ অনেক বেশি পরে যদিও প্রকৃতি পক্ষে খরচ
অনেক কম হয়। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাইলে আনুমানিক খরচ
পড়বে ১০ থেকে ২০ লক্ষ টাকা।
এর মধ্যে সরকারি কিংবা বেসরকারি ওয়ার্ক পারমিট ভিসা ফি, বিমান ভাড়া,
মেডিকেল খরচ এবং ভিসা আবেদন ফি অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত ১ থেকে ২ বছরের
জন্য হয়ে থাকে ভিসার মেয়াদের উপর নির্ভর করে খরচ কম বেশি হতে পারে। এটা
একটা আনুমানিক হিসাব নিতে পারেন।
বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা খরচ হবে
আমরা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা খরচ
হবে সেই সম্পর্কে জানতে চাই আসলে বাংলাদেশ থেকে যখন কানাডায় যাবেন তখন কিন্তু কত
টাকা খরচ লাগে সেই সম্পর্কে আগে জেনে নিতে হবে। তবে বাংলাদেশ থেকে কানাডায় আপনি
কোন ক্যাটাগরির ভিসা নিয়ে যাচ্ছেন তার ওপর কিন্তু খরচ নির্ভর করবে। ভিসা
ক্যাটেগরি অনুযায়ী কানাডার ভিসা খরচ নির্ধারিত হয় কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি
রয়েছে সেগুলোর মধ্যে
- কৃষি ভিসা
- টুরিস্ট ভিসা
- জব ভিসা / ওয়ার্ক পারমিট ভিসা
- স্টুডেন্ট ভিসা
এইসব ক্যাটাগরিতে মানুষ সবচেয়ে বেশি কানাডায় ভিসার জন্য আবেদন করে।
কানাডায় টুরিস্ট ভিসায় যেতে হলে আপনার খরচ হবে ৪ লক্ষ টাকা স্টুডেন্ট ভিসায় ৫
লক্ষ টাকা। ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে ১২ লক্ষ টাকা খরচ হবে। কৃষি ভিসায়
আপনি যদি যেতে চান তাহলে আপনার ৮ লক্ষ টাকা খরচ হবে। তবে ডলারের মূল্য অনুযায়ী
টাকার পরিমাণ কম বেশি হতে পারে।
কানাডা শ্রমিক ভিসা
বর্তমান সময়ের কানাডায় শ্রমিক ভিসা নিয়ে অনেকেই যেতে চাই কানাডা শ্রমিক হিসাবে
ও কানাডা লেবার ভিসা একই ক্যাটাগরির ভিসা। এদের মধ্যে আসলে মৌলিক কোন পার্থক্য
নেই আপনি যদি শ্রমিক ভিসা কানাডা যেতে চান তাহলে অবশ্যই আজকের আমাদের এই আর্টিকেল
থেকে জেনে নিন কানাডার শ্রমিক ভিসা সম্পর্কে।
কানাডা লেবার ভিসা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা হিসেবে পরিচিত কানাডা সরকার
অস্থায়ী সময়ের জন্য বিভিন্ন দেশের নাগরিককে বিভিন্ন ধরনের শ্রমিক হিসেবে কাজ
করার সুযোগ দেয় শ্রমিক ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই
ধরনের কাজে শারীরিক পরিশ্রম বেশি হয়ে থাকে।
তাই এ ধরনের ভিসা সকলের জন্য প্রযোজ্য নয় এ ধরনের ভিসা অনেক জনপ্রিয় কারণ
ইমিগ্রেশন প্রত্যাশীরা এ ধরনের ভিসার মাধ্যমে কাজ করা এবং বসবাস করার সুযোগ পায়
কানাডা উন্নত দেশ হওয়ায় এর শক্তিশালী অর্থনীতিবিদেশে আকর্ষিত করে থাকে। কানাডার
শ্রমিক ভিসা বিভিন্ন ধরনের কর্মীদের জন্য যার মধ্যে
- দক্ষ শ্রমিক
- অদক্ষ শ্রমিক
- স্থায়ী শ্রমিক
- সিজোনাল শ্রমিক
কানাডায় লেবারের বিভিন্ন ধরনের আপনি কাজ পেয়ে যাবেন। ক্লিনার, কৃষি শ্রমিক,
কার্পেন্টার, কার্পেন্টার হেল্পার শ্রমিক, নির্মাণ শ্রমিক, প্লাম্বার,
ইলেকট্রিশিয়ান, খামারবাড়ি, কুকিং, ড্রাইভিং, রেস্টুরেন্ট ইত্যাদি কাজ পাবেন।
কানাডা লেবার ভিসা খরচ আবেদনকারী হিসাবধরন অবস্থানে এবং সময়সীমার উপর নির্ভর করে
থাকে।
এ ধরনের বিচার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ৬ থেকে ৮ মাস সময় লাগে এবং এই
ধরনের ভিসা করতে ৩০০০ থেকে ৫০০০ মার্কিন ডলার খরচ হয়। যদিও বাংলাদেশ থেকে গেলে
খরচ ৫ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে হয়ে যায় তবে এজেন্সি থেকে সর্বদা সতর্ক থাকবেন।
কানাডা ভিসা খরচ
কানাডা যাওয়ার ভিসা খরচ সম্পর্কে অনেকে জানতে চাই অনেকেই কানাডা যাওয়ার জন্য
আগ্রহী কিন্তু কানাডায় যেতে ভিসা খরচ কত টাকা হয় সেই সম্পর্কে বিস্তারিত না
জানার কারণে কিন্তু অনলাইনে খোঁজাখুঁজি করেন। ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে
কানাডা অন্যতম একটি বৃহত্তম দেশ প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে
বিভিন্ন উদ্দেশ্যে এই দেশে পাড়ি জমা আছে।
আরো পড়ুনঃ ওমান যেতে কত টাকা লাগে জানতে ক্লিক করুন
তাই কেউ হয়তো ওয়ার্ক পারমিটের আশায় কেউ পড়াশোনা বা কেউ ভ্রমণ অথবা চিকিৎসার
জন্য যাচ্ছে। কানাডা যাওয়া সম্পন্ন খরচ নির্ভর করে কানাডা ভিসা ক্যাটাগরির ওপর
ভিসা ক্যাটাগরী অনুযায়ী কানাডার ভিসা খরচ নির্ধারিত হয় কয়েক ধরনের কানাডায়
ভিসা রয়েছে।
সেগুলো হল কানাডার কৃষি ভিসা টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট
এছাড়া আরো অনেক ক্যাটাগরি থাকতে পারে তবে এইসব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মানুষ
কানাডায় যেতে আগ্রহী।
টেবিল**
- ভিসা ক্যাটাগরি - খরচের পরিমাণ
- স্টুডেন্ট ভিসা - ৫ লক্ষ টাকা
- ওয়ার্ক পারমিট ভিসা - ১২ লক্ষ টাকা
- কৃষি ভিসা - ৮ লক্ষ
- টুরিস্ট ভিসা - ৪ লক্ষ টাকা
আপনারা যদি উপরোক্ত এই ভিসা গুলো নিয়ে যেতে চান তাহলে আপনাদের উপরের দেওয়া এই
খরচটি হবে।
কানাডা যেতে কি কি ডকুমেন্টস লাগে
কানাডা যাওয়ার খরচ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান আবার উন্নত দেশগুলোতে
যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে সে সম্পর্কেও কিন্তু জেনে রাখতে হবে আপনি যদি
কানাডায় যেতে চান তাহলে কিন্তু আপনাকে সেই সকল ডকুমেন্টস গুলোর আগে থেকে রেডি
করে রাখতে হবে। উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম কানাডা একটি বৃহত্তম দেশ।
আরো পড়ুনঃ
প্রতিবছর লাখ লাখ মানুষ বিভিন্ন দেশ থেকে পাড়ি জমাচ্ছে কানাডায়। অর্থনৈতিক ও
প্রযুক্তিগত উন্নত দেশ হওয়ায় এই দেশে ভালো বেতনে কাজ করা যায় এবং ভালো মানের
শিক্ষা অর্জন করা যায় এছাড়া উন্নত চিকিৎসার ব্যবস্থা তো রয়েছেই। এই জন্য
কানাডায় অনেকেই যেতে আগ্রহী চলুন জেনে নেওয়া যায় কানাডা যেতে কি কি ডকুমেন্টস
লাগে।
- ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
- ভিসা আবেদন ফরম
- ভিসা ফি
- অভিবাসন ইচ্ছাপত্র
- জাতীয় পরিচয় পত্র
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- প্রমাণ পত্র (ব্যাংক স্টেটমেন্ট, কর্মসংস্থান সনদ বা বিনিয়োগের প্রমাণ)
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
আপনারা যদি কানাডা যেতে চান তাহলে উপরের দেওয়া সকল ডকুমেন্টস গুলো আগে থেকে রেডি
করে রাখবেন এবং এই ডকুমেন্টগুলো আপনার কানাডা যেতে লাগবে।
শেষ কথা।কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024।কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত
সম্মানিত পাঠক আমাদের আজকের আলোচনায় কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2024 এবং কানাডা
ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।এছাড়াও কানাডা
সম্পর্কিত বিভিন্ন তথ্যের উত্তর দেওয়ার চেষ্টা করেছি।আশা করি আজকের আর্টিকেলে
উপস্থাপিত তথ্যগুলো থেকে আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিক ভাবে জানতে পেরেছেন।
আরো পড়ুনঃ
কানাডা সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের
ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনি প্রতিদিনের আপডেট তথ্য পেতে
পারেন।আজকের আর্টিকেল আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হলে আপনি আপনার পরিচিত
প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।
মিঃ হেল্প বুক ওয়েবসাইটে ; নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url